পাতি নেতা জাহাঙ্গীর, গোনায় ধরি না : মাওলানা ফেরদৌস

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ মহানগর ওলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদৌস বলেছেন, একটা পাতি নেতাকে বলেছি আয় কোথায় কখন খেলবি। এখন দেখি তোমাকে প্রশাসন গোনায় ধরে না আমরাও গোনায় ধরি না। আল্লাহর কাছে ক্ষমা চাও। তুমি ভালো হয়ে যাও। ২৯ জুলাই শুক্রবার দুপুরে ডিআইটি মসজিদের সামনে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন।

জানা গেছে, হেফাজতে ইসলামের নায়েবে আমির এবং ডিআইটি জামে মসজিদের ইমাম ও খতিব আব্দুল আউয়ালকে নিয়ে ফেসবুকে কটূক্তি করার প্রতিবাদে জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিক্ষোভ করেছে মহানগর ওলামা পরিষদ। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন অন্যান্য নেতৃবৃন্দ।

ফেরদৌস বলেন, আমরা আওয়ামী লীগকে চ্যালেঞ্জ করিনি। আপনারা যারা আজ ডিআইটি মসজিদে নামাজ পড়েছেন তারা শুনেছেন। আজ আমাদের খতিব রাসূল (সা.) এর আদর্শ নিয়ে আলোচনা করছেন। তিনি বলেছেন, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর যে মন্তব্য করেছেন তিনি রাসূলের আদর্শের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেছেন আবদুল আউয়ালের কাছে ক্ষমা চাওয়া লাগবে না তুমি নিজে ভাল হয়ে যাও। তিনি হুজুরের অপসারণ দাবী করেছেন আর হুজুর তাকে বলেছেন তুমি ভালো হয়ে যাও। এসময় উপস্থিত ছিলেন ওলামা পরিষদ নারায়ণগঞ্জ মহানগরের সাধারণ সম্পাদক মাওলানা মুফতি হারুন অর রশিদ, ওলামা পরিষদের নেতা মাওলানার মনোয়ার হোসাইন, কামাল উদ্দিন দায়েমী সহ প্রমুখ।

উল্লেখ্য, এর আগে একটি মামলা হাজিরা দিতে হুইল চেয়ারে করে আদালতে যান আব্দুল আউয়াল। এই নিউজটি গণমাধ্যমে প্রকাশিত হয়। কিন্তু এ ঘটনায় জেলা আওয়মী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম তাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন। এ ঘটনায় গত ২৮ জুলাই জমিয়তে বাংলাদেশের জেলা শাখার এক অনুষ্ঠানে জমিয়তে ওলামায়ে ইসলাম নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান তাকে ক্ষমা চাওয়ার জন্য ২৪ ঘণ্টার আলটিমেটাম দেন।

add-content

আরও খবর

পঠিত