নারায়ণগঞ্জ বার্তা ২৪ (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি) : জেলা তথ্য অফিসের আয়োজনে মুক্তচিন্তা পাঠাগারের সহযোগীতায় নারায়ণগঞ্জ শহরে পাঠানটুলীস্থ মার্জিয়া স্কুল এন্ড কলেজে বুধবার সকাল সাড়ে ১০টায় মাদক, সন্ত্রাস, ইভটিজিং ও যৌতুক বিরোধী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মুক্তচিন্তা পাঠাগারের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ সিরাজদৌল্লা সিরাজ। তিনি বলেন সমাজে যে ভাবে মাদক, সন্ত্রাসী কার্যকলাপ সহ নারীরা যেভাবে ইভটিজিংয়ের শিকার হচ্ছে তা অত্যন্ত দুঃখজনক।
সেইসাথে যৌতুকের রাহুগ্রাসে অনেক নারী আজ নির্যাতনের শিকার। তাই আমাদের এগুলো বন্ধ করতে হলে সকলের সচেতনতা জরুরী এবং সকলের আন্তরিক সহযোগিতা কাম্য। আজকের তরুন শিক্ষিত সমাজরাই পারে আগামীর পথে উজ্জল দৃষ্টান্ত রাখতে। তথ্য অফিসের মোঃ সালাউদ্দিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া বলেন আর্ত মানবতার সেবায় সামাজিক উন্নয়নে সকলকে এগিয়ে আসার পাশাপাশি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়ে সামাজিক আন্দোলন চালিয়ে যেতে হবে।
আজকের নীরবাংলা পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আব্দুল্লাহ আল মামুন বলেন, জঙ্গিবাদের বিরুদ্ধে আমাদের অগ্রণী ভুমিকা পালনের পাশাপাশি জঙ্গিদের প্রতিরোধে সামাজিক দায়িত্ব পালন করতে হবে। মার্জিয়া মডেল স্কুল এন্ড কলেজের প্রাইমারী শাখার প্রধান শিক্ষক তাহমিনা ইয়াসমিন বলেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে বাল্যবিবাহ বন্ধ করতে হবে এবং যৌতুকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মহিলা সমাবেশে আরও উপস্থিত ছিলেন সাংবাদিক মনির হোসেন সুমন, মুক্তচিন্তা পাঠাগারের সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, কোষাধ্যক্ষ সুমন আহমেদ, সদস্য আসাদ আলী স্বপন, মার্জিয়া স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক সুলতানা, মানব কল্যাণ পরিষদের প্রচার ও দপ্তর সচিব জিএম মোস্তফা, সদস্য পান্না মাহমুদ, আজমিরি সুলতানা সহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।