পাগলী হলেন মা, সন্তানের পাশে দাঁড়ালেন রূপগঞ্জের ইউএনও

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার জাঙ্গীর এলাকার পাগলীর কোলে আসে সদ্য জন্মানো ফুটফুটে পুত্র। এ যেন গোবরে পদ্মফুল। সদ্য জন্মানো সন্তানের পাশে দাঁড়ালেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ্ নুসরাত জাহান।

গত ১১ই আগস্ট রাতে জাঙ্গীর এলাকায় পুত্র সন্তানের জন্ম দেন মানসিক ভারসাম্যহীন এক নারী। কেউ তার নাম পরিচয় জানে না। গত কিছুদিন পূর্বে স্থানীয় লোক জন উপজেলা নির্বাহী অফিসারকে জানান যে তাদের জাঙ্গীর এলাকায় এক পাগলী এসেছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় পাগলী গর্ববতী। তখন থেকে তিনি স্থানীয় লোকজনের মাধ্যমে পাগলীর খোজ খবর রাখতেন। ১১ই আগস্ট রাতে জাঙ্গীর এলাকায় সন্তানের জন্ম দিলে স্থানীয়রা রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে বাচ্চাটি দেখা শোনা করার দায়িত্ব নেন। ১৪ই আগস্ট শনিবার এক নিসন্তন দম্পতি বাচ্চাটি দত্তক নেওয়ার জন্য লিখিত আবেদন করলে উপজেলা নির্বাহী অফিসার শর্ত সাপেক্ষে তাদের হাতে বাচ্চাটিতুলে দেন। ওই দম্পতি বাচ্চাটির নামকরণ করেন আবু বক্কর।

এ সময় উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলার সমাজ সেবা কর্মকর্তা রিয়াজ উদ্দিন, অনির্বাণ ডিজেবল চাইল্ড স্কুল এর প্রতিষ্ঠাতা মো. সোহেল রানা, গোলাম শহিদুল ফয়সাল, সোহেল মিয়া, তাইজুল ইসলাম প্রমুখ।

add-content

আরও খবর

পঠিত