নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সংসদ একেএম শামীম ওসমান পাগলা রসুলপুর প্রাথমিক বিদ্যালয়ে ১৫ বান টিন এবং ৪৫ হাজার টাকার চেক অনুদান প্রদান করেছেন । ৩০ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয় ।
সাংসদ শামীম ওসমানের কাছ থেকে অনুদান গ্রহন করেন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল কাদির ও স্কুল কমিটির সভাপতির পক্ষে কমিটির সদস্য লিটন হাওলাদার। নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা বারিকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম সাইফুল্লাহ বাদল, সাধারণ সম্পাদক হাজী শওকত আলী, সদর উপজেলার চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস, মহিলা ভাইস-চেয়ারম্যান ফাতেমা মনির, সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বেলাল হোসেন প্রমুখ ।