পাখি বাঁচাতে গিয়ে ৪ জন বিদ্যুৎ ষ্পৃষ্ট

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি) : মাসদাইর এলাকায় একটি পাখিকে বাঁচাতে গিয়ে একই পরিবারের ৫জন বিদ্যুৎ ষ্পৃষ্ট হয়ে দগ্ধ হয়েছেন। ১৭ ই অক্টোবর মঙ্গলবার রাতে মাসদাইর এলাকায় এ র্দূঘটনাটি ঘটে। স্থানীয়রা দ্রুত তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতরা হলো, ১। নাজমা বেগম (৫০) স্বামী-দিল মোঃ দিলু, ২। লিপি (৩০) স্বামী-লরেন ৩। রিমা (২৮) স্বামী-শামীম, ৪। বৈশাখী (১৫)। তারা সকলেই দিল মোঃ দিলুর একই পরিবারের সদস্য।

বুধবার তাদের নিজ বাস ভবনে আনা হলে এসময় আহতরা জানান, রাতে নতুন নির্মিত ভবনের দ্বিতীয় তলার ছাদে উঠে আমরা সকলে ৪ বোন ও মা একটি পাখি পাশের আম গাছের ডালে ঝুলে থাকতে দেখি। তখন ছোট বোন বৈশাখী রড দিয়ে পাখিটিকে বাঁচনোর চেষ্টা করে। পাশেই বিদ্যুৎ হেভিভোল্ট বৈদ্যুতিক সংযোগ তারে রডটি পড়ে যায়। সাথে সাথে বৈশাখী ছাদে লুটিয়ে পড়ে। বৈশাখীকে বাঁচাতে গিয়ে একে একে আমরা মা-মেয়ে সকলে দগ্ধ হই।

স্থানীয়রা জানান, ভবনের পাশে বৈদ্যুতিক তারটি সরানোর জন্য দীর্ঘদিন ধরে বিদ্যুতের লোকজন সহ এলাকার মাতব্বর প্রধান, মেম্বারগণরা চেষ্টা চালিয়েছেন। একটি গাছ বসানো নিয়ে পাশের বাড়ীর রাজ্জাক মিয়ার ছেলে দিদার ও পরশ বাঁধা দেয়ায় তা সরানো সম্ভব হয়নি। এ ঘটনায় গতকাল এলাকার যুবকরা মিছিল করে রাজ্জাক মিয়ার পুত্র দিদার ও পরশের বিচার দাবী করেন।

add-content

আরও খবর

পঠিত