পাইওনিয়ার স্কুলে পুরস্কার বিতরণী ও ব্যাডেন পাওয়েল এর জন্মবার্ষিকী পালন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : এসো শিক্ষার আলোয় আলোকিত হই- এই শ্লোগানকে সামনে রেখে মুজিব শতবর্ষ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী. স্কাউটস প্রতিষ্ঠাতা ব্যাডেন পাওয়েল এর ১৬৩তম জন্মবার্ষিকী ও নবাগত স্কাউটারদের দিক্ষা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ মার্চ) সকাল ১১টায় বন্দর রাজবাড়ী পাইওনিয়ার স্কুলে এ জমকালো অনুষ্ঠান উদযাপিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাসিক ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহম্মেদ ভূইয়া।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর সুলতান বলেন, পাইওনিয়ার স্কুলে রোভার স্কাউটারদের শৃঙ্খলা দেখে আমি অভিভূত। এমন নিয়মতান্ত্রিক প্রতিষ্ঠান বন্দরে সহজে চোখে পড়েনা। এখানে শিক্ষার পাশাপাশি আলোকিত মানুষ হওয়ার জন্য আলাদা প্রশিক্ষন দেওয়া হয়। এ শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে আমি সব সময় আছি ও ভবিষ্যতে থাকব। হয়ত এ প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অধ্যাবসায় করে একদিন অনেক বড় কিছু হবে এটাই প্রত্যাশা করি। আমি পাইওনিয়ার স্কুলের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করি।

স্কুলের পরিচালক রেজাউল করিম জোয়ারদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা নাজিম মাষ্টার। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, নারায়ণগঞ্জ জেলা রোভার আলহাজ্ব শরীফ মোহাম্মদ আরিফ মিহির, স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি মো. কবির হোসেন, নুরমোহাম্মদ ব্যাংকার, আইএফআইসি ব্যাংক বন্দর শাখার ম্যানেজার শেখ মো. শাহিন, কবি আসাদ কাজল, সমাজ সেবক মো. আলী মিয়াসহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

add-content

আরও খবর

পঠিত