পহেলা বৈশাখে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের ভিড়ে মুখরিত

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সৈয়দ রিফাত আল রহমান ) : পহেলা বৈশাখ উপলক্ষে ১৪ এপ্রিল শনিবার কক্সবাজার জেলার পর্যটন স্পটগুলোতে দেশি ও বিদেশী পর্যটকদের ভিরে মুখরিত হয়ে উঠে। বাংলা নববর্ষকে কেন্দ্র করে নগরীর আবাসিক হোটেলগুলো ও রেস্তোরাগুলোতে বৈশাখের সাজে আলোসজ্জিত হয়ে উঠেছে । বৈশাখের কারনে পিকনিক স্পটসমূহে পর্যটকদের আনাগোনা হয়ে উঠে বেশি। আর এর পূর্বে অনেকে সমুদ্রের লোনা পানিতে স্পর্শ পেয়েছেন তারা মেতেছেন মোবাইলে সেলফিতে আর ক্যামেরার ল্যান্সের নানা ফ্রেমে আর তারা নিজেদের বন্দি করেছেন বিশাল সৈকত আর সমুদ্রের সাথে।

পর্যবেক্ষণ করে দেখা গেছে, সৈকতের প্রায় ৫/৬ কিলোমিটার এলাকা জুড়ে মৌসুমের শেষের দিকেও পর্যটক ছিলেন। তারা বিভিন্ন ভাবে আনন্দ উল্লাসে দিন ও রাত কেটেছে, কেউ বীচে হাটছেন, কেউ চেয়ারে বসে আড্ডা দিচ্ছেন, কেউ গোসলে মত্ত, আবার কেউ বীচ বাইক ও ওয়াটার বাইক চরে উপভোগ করেছেন।

দেশি ও বিদেশী অতিথিদের আগমনের বাতাস বইছে সমুদ্র নগরী কক্সবাজার স্পটগুলোতে। সার্বিক দিক বিবেচনা করে প্রশাসনের পক্ষ থেকে পহেলা বৈশাখের দিন ছিল কঠোর নিরাপত্তা জোরদার। পর্যটকরা যাতে কক্সবাজার সমুদ্র সৈকতে কোনো অপ্রীতিকর ঘটনার শিকার না হয় সে জন্য সাদা পোশাকধারী পুলিশ ও বীচে ট্যুরিস্ট পুলিশ বেশ সক্রিয় ছিলেন।

add-content

আরও খবর

পঠিত