নারায়ণগঞ্জ বার্তা ২৪ : ফতুল্লার ডিআইটি ও আলীগঞ্জ পিডব্লিউডি মাঠের গরুর হাটসহ বিভিন্ন স্থায়ী অস্থায়ী গরুর হাট পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ।
বুধবার (৭ আগস্ট) ফতুল্লার ডিআইটি মাঠের পশুর হাট পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, হাটের ইজারাদার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মীর সোহেল আলী। আলীগঞ্জ পিডব্লিউডি মাঠের পশুর হাট পরিদর্শন কালে উপস্থিত ছিলেন ইজাদার মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেমা মনির। উভয় হাট পরিদর্শন কালে জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাসহ উপস্থিত ছিলেন ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) হাসানুজ্জামান প্রমূখ।
পুলিশ সুপার হাটে ঘুরে ঘুরে কোরবানীর পশুর দাম-দর শুনেন। হাটে আসা বেপারীদের সাথে কথা বলেন। তাদের নিরাপত্তার বিষয়ে তদারকি করেন এবং ফতুল্লা থানার ওসি আসলাম হোসেনকে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।