নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের চলাচলে সুবিধার্থে সড়কে যানজট মুক্ত রাখতে বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক স¤পাদক খান মাসুদের নির্দেশনায় ট্রাফিকের ভূমিকায় কাজ করছে একদল স্বেচ্ছাসেবী। শনবারি (২ফব্রুয়ারি)সকাল সাড়ে ৮ থেকে বন্দর রেললাইন চৌরাস্তা, বন্দর গার্লস স্কুল এন্ড কলেজ সড়ক, বন্দর বাজার মোড় ও ১নং খেয়াঘাট এলাকা সড়কে যনজট মুক্ত রাখতে কাজ করে প্রায় ২০/২৫ জনের একদল স্বেচ্ছাসেবীরা। যানজট মুক্ত রাখার মহৎ এ কাজের স্বেচ্ছাসবকে দলরে নেতৃত্ব প্রদান করেন মো. রাজু আহমেদ।
এ ব্যাপারে রাজু আহমেদ জানায়, এস.এস.সি পরিক্ষার্থীদের সড়কে চলাচলে যাতে কোন বিঘœ না ঘটে সেজন্যে আমাদের প্রাণপ্রিয় নেতা গরীব দু:খী ও মেহনতি মানুষের নয়নের মনি, শ্রমিকদের অভিভাবক বন্দর থানা ছাত্রলীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক খান মাসুদ ভাইয়ের নির্দেশনায় আমরা সকাল থেকে যানজট মুক্ত রাখতে কাজ করছি এবং এ কাজ চলবে পরিক্ষা শেষ না হওয়া পর্যন্ত।
যানজট মুক্ত রাখার মহতি উদ্যোক্তা খান মাসুদের সাথে আলাপকালে তিনি বলেন, শিক্ষাই জাতির মেরুদন্ড। যে জাতি যত বেশি শিক্ষিত, সে দেশ তত বেশি উন্নত। এস.এস.সি পরিক্ষা শুরু হয়েছে তাই পরিক্ষার সময় তাদের যেন জ্যামে পরে সময় নষ্ট না হয় সেজন্যই আমার এই উদ্যেগ। ভবিষ্যৎ প্রজন্মকে সহযোগিতা করতে আমাদের সকলেরই দায়িত্ব পরিক্ষার সময় সড়ককে যানজট মুক্ত রাখা।
তিনি আরও বলেন, দেশ উন্নয়নে আমাদের নেত্রী ৪ বারের প্রধানমন্ত্রী মমতাময়ী মা দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা এদেশকে শিক্ষা, দারিদ্র, দূর্নীতি, সন্ত্রাস, জঙ্গীবাদ ও যানজট মুক্ত দেশ গড়ার যে প্রত্যয় নিয়েছেন। তারই ধারাবাহিকতায় আমার এই যানজট মুক্ত রাখার কর্মসূচি। খান মাসুদের যানজট মুক্ত রাখার এমন মহতি উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সকল শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সচেতন মহল। যানজট মুক্ত রাখাতে স্বেচ্ছা সেবক হিসেবে ট্রাফিকের ভূমিকায় দায়িত্ব পালন করেন, মো. নুরজ্জামন, মো. মোখলেস, ইমরান চিশতী, রুবেল, নান্টু, আমানুল্লাহ, সাদ্দাম হোসেন, মো. নাছির, শেখ অনিক, রিয়াদ, রিয়াজ, সাব্বির, আলামিন, সোহাগ, মোস্তফা মিয়া, আনোয়ার হোসেন প্রমুখ।