নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম বলেছেন, সারাবিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশকে উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে নিচ্ছে বঙ্গবন্ধু কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ধারাকে অব্যাহত রাখতে প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশকে বাস্তবায়ণ করতে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। একজন বিমানের পাইলট যদি সম্মানিত ব্যাক্তি হতে পারে। তাহলে পরিবহন চালক কেন নয়? পরিবহন সেক্টরকেও সম্মান করেতে হবে। বুধবার (১৪ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় ইকবাল এন্টারপ্রাইজ এসি বাস সার্ভিসের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্যব্যে তিনি এসব কথা বলেন।
মিলান বাঙলা প্রেস ক্লাব ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি সংবাদিক রিয়াজুল ইসলাম কাওছার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেপুটি পুলিশ কমিশনার ওয়ারী জোনের সাইদুল ইসলাম, নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশ এএসপি সালেহ উদ্দিন, ডেমরা জোনের এসি ট্রাফিক মো. ইমরান হোসেন মোল্লা, ডেপুটি জেনারেল ম্যানেজার নিটল মটর্স মো. আশিফ ইকবাল।
এ বাসটি উত্তরার ধউর থেকে আব্দুল্লাহপুর, হাউজ বিল্ডিং, আজিমপুর,এয়ারপোর্ট, খিলক্ষেত,কুড়িল বিশ্বরোড, বসুন্ধরা, নতুন বাজার,রামপুরা ব্রিজ,মালিবাগ,কমলাপুর,যাত্রাবাড়ি এবং সাইনবোর্ডের যাত্রীদের সেবা প্রদান করবে। এছাড়াও এসময় উপস্থিত ছিলেন, ইকবাল গ্রুপের চেয়ারম্যান এইচ এম রাসেল হাওলাদার, ব্যবস্থাপনা পরিচালক ইকবাল ভুঁইয়া, সহ ব্যবস্থাপনা পরিচালক ও সিআইসি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. রিয়াদ হাওলাদার, এইচ.এম. শাজাহান সহ অন্যান্যরা।