পরিবহন শ্রমিকদের ২১ দিনের আল্টিমেটাম, মঙ্গলবার থেকে চলবে গণপরিবহন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : সড়ক পরিবহন আইন-২০১৮-এর সংস্কারসহ ৮ দফা দাবিতে নতুন করে ২১ দিনের আল্টিমেটাম দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন। এ সময়ের মধ্যে দাবি আদায় না হলে নির্ধারিত সময় শেষে আরও ৯৬ ঘণ্টার ধর্মঘট পালন করবে শ্রমিক ফেডারেশন। ২৯ অক্টোবর সোমবার বিকালে বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী গণমাধ্যমেকে এ তথ্য জানান।

ওসমান আলী বলেন, সড়ক পরিবহন আইন-২০১৮-এর সংস্কারসহ ৮ দফা দাবিতে পরিবহন শ্রমিকদের ডাকা ৪৮ ঘণ্টার ধর্মঘট ৩০ অক্টোবর মঙ্গলবার সকালে শেষ হচ্ছে। কাল থেকে ২১ দিন গণপরিবহণ চলাচল করবে।

এ সময়ের মধ্যে আমরা সরকারকে আমাদের দাবির ব্যাপারে অবহিত করবো। সরকারকে লিখিত ও মৌখিক ভাবেও জানানোর চেষ্টা করবো।  আমাদের দাবি-দাওয়া মেনে না নিলে ২১ দিন পর আবারও ৯৬ ঘণ্টার ধর্মঘটে যাবো।

ওসমান আলী আরো বলেন,  এই ২১ দিনের মধ্যে আমরা দেশের বিভিন্ন বিভাগীয় শহরে ও দেশের বড় বড় টার্মিনালগুলোতে মিটিং মিছিল ও সমাবেশ করবো। সেখানে জনগণকে সম্পৃক্ত করতে পোস্টার, লিফলেট বিতরণ করা হবে।

এর আগে টানা ৪৮ ঘণ্টার কর্মবিরতি পালনকালে সাধারণ যাত্রীদের সঙ্গে বেপরোয়া আচরণ করে পরিবহন শ্রমিকরা। রাজধানীর রাস্তায় ব্যক্তিগত গাড়ি ও চালকদের পথরোধ করে তারা মবিল মাখিয়ে দেয়। এমনকি চালকদের শারীরিক ভাবে হেনস্তা করার পাশাপাশি গাড়িতে থাকা যাত্রীদের নামিয়ে দেওয়ার ঘটনা ঘটছে।

add-content

আরও খবর

পঠিত