পরিচালক পদ থেকে মান্নানকে বহিস্কার, ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশনের

নারায়ণগঞ্জ বার্তা ২৪ (বন্দর প্রতিনিধি) : ইন্টারন্যাশনাল ডায়ালগ এইড ফাউন্ডেশন-ইডাফ নামক একটি জাতীয় মানবাধিকার সংস্থা কর্তৃক সংস্থার পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগ এনে এর অবৈতনিক পরিচালক পদ থেকে এম এ মান্নান, পিতাঃ আঃ রহমান, সাং-সুল্পান্দী, পোঃ বালিয়াপাড়া, থানাঃ আড়াইহাজার, জেলাঃ না’গঞ্জকে স্থায়ীভাবে বহিস্কারাদেশ দিয়েছে। গত ০৩/০৮/১৬ তারিখে সংস্থার ঢাকাস্থ প্রধান কার্যালয় থেকে সংস্থার প্যাডে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পরিচালক (প্রশাসন বিভাগ) মিসেস নাসরিন আক্তারের স্বাক্ষরের মাধ্যমে এ বহিস্কারাদেশ দেওয়া হয়। তাছাড়া সংস্থার নাম ভাঙ্গিয়ে সীমাহীন দুর্নীতি, নারীপাচার ও সদস্যদের কাছ থেকে অনুষ্ঠানের নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়ার অভিযোগ আছে তার বিরুদ্ধে। সদস্যদেরকে সরকারি জমি পাইয়ে দেবার নাম করেও অত্র সংস্থার সদস্যদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা এবং ফরম বিক্রি ও ফরম পূরণ মারফত ৮০০ টাকা করে নিয়েছে সে। এমনকি ঢাকা প্রেস ক্লাবের সদস্য বানিয়ে দেবার নাম করে ১০ হাজার টাকা করে নিয়ে অনেককে ভূয়া কার্ড দেয়া হয়েছে। সে অত্র সংস্থার গুরুত্বপূর্ণ সকল ফাইল চুরি করায় প্রতিষ্ঠানের অবর্ণনীয় ক্ষতি সাধন করেছেন বলে অভিযোগ করেছেন সংস্থার কর্তৃপক্ষ। তাছাড়া অন্যের স্ত্রীকে নিজের স্ত্রীর পরিচয় দিয়ে বিদেশে পাঠিয়েছে এবং এ বিষয়ে উক্ত মহিলার আসল স্বামী ইডাফে মান্নানের বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছেন। ৪৩ টি মানবাধিকার কার্ড দিয়ে প্রতি কার্ডে ২৪০০ টাকা ও ১৬টি উপদেষ্টা কার্ড দিয়ে প্রতি কার্ডের বিপরীতে ১০-২০ হাজার টাকা হাতিয়ে নেবার চাঞ্চল্যকর ঘটনার জন্ম দিয়েছে সে, যার কোন নথিপত্র অফিস কর্তৃপক্ষ খুঁজে পায়নি। উল্লেখিত নানাবিধ কারণ দেখিয়ে সংস্থাটি মান্নানকে পরিচালক পদ থেকে বরখাস্থ করে। বর্তমানে তার বিরুদ্ধে দুদক সহ আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ ব্যবস্থা নেবার দাবী জানিয়েছেন ভূক্তভোগী সহ সংস্থার সাথে সম্পৃক্ত সকলে।

add-content

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর

পঠিত