নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা প্রতিনিধি ) : পরকীয়ার জের ধরেই স্ত্রী রীমা আক্তারকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করেছে পাষন্ড স্বামী আলামীন। নারায়ণগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মেহেদি হাসানের আদালতে এমন লোমহর্ষক ঘটনার ১৬৪ ধারায় জবানবন্দী দিলেন ঘাতক স্বামী। আলামীন সদর উপজেলার কোতালেরবাগ এলাকার মৃত. আছিলা সরদারের ছেলে।
এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এস আই) আটল দাস জানান, আদালতে আলামীর তার স্ত্রী রীমাকে হত্যার কথা স্বীকার করেছেন। তবে হত্যার পর ঘরে কে তালা লাগিয়েছে তা বোঝা যাবে স্বীকারোক্তির কপি হাতে পেলে।