নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ফতুল্লা সংবাদদাতা ) : ফতুল্লার দাপা ইদ্রাকপুর শাহজাহান রি-রোলিং মিলস এলাকায় গার্মেন্টসের পি.এম রাজুর প্রলোভনে পড়ে নারী শ্রমিক পরকিয়ার প্রেমের টানে স্বামীর ঘর থেকে টাকা ও স্বর্নালংকার নিয়ে প্রেমিকের সাথে চম্পট মেরেছে। এ ঘটনার ২ মাস পড়ে ভিকটিমের মা আলেয়া বেগম ও স্বামী সাইফুল ইসলাম আকন বাদী হয়ে পি.এম রাজু ও আয়শার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে।
সূত্রে জানাযায়, ফতুল্লার দাপাইদ্রাকপুর শাহজাহান রি-রোলিং মিলস এলাকায় আলআমিন বিল্ডিংয়ে ভাড়া থাকেন মৃত জজ মিয়ার স্ত্রী সন্তান। তার মেয়ে আয়শা আক্তার (২০) গত ২ বছর আগে সাইফুল ইসলাম আকনের সাথে বিবাহ হয়। সাইফুল ইসলাম ঢাকা মীরপুর -১ এলাকার আব্দুর রাজ্জাক আকনের ছেলে। গত ৬ মাস যাবৎ পোষ্ট অফিস এলাকায় আয়শা স্বামীকে বুঝিয়ে তার মায়ের অনুমতি নিয়ে গার্মেন্টসে চাকুরী করেন।একই গার্মেন্টসে মো.রাজু (৪০) নামের এক লম্পট পি.এম হিসেবে চাকুরী করে।
তার সাথে আয়শার পরকিয়ার ভাব সৃষ্টি হয়। রাজু পরকিয়া প্রেমিক আয়শাকে বিয়ে করার লক্ষ্যে সাইফুলের ঘর থেকে গত দুই মাস পূর্বে ভাগিয়ে নেয়। রাজুর যোগসাজসে আয়শার তার স্বামীর ঘর থেকে মালামাল ও স্বর্নালংকার নিয়ে চম্পট মেরেছে। তাকে ফোন করলে সে তার স্বামীর কাছে আসবে না। এমনকি আয়শা রাজুর প্রেমে হাবুডুবু খেয়ে তার মাকেও সে গালমন্দ করে আসছে।
এ ব্যাপারে রাজু আয়শার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় সাইফুল ইসলাম আকন ও আয়শার মা আলেয়া বেগম (৪৫) বাদী হয়ে লিখিত দুইটি অভিযোগ দায়ের করেছে।
এ ব্যাপারে পুলিশ জানান , আয়শা ও রাজুর বিরুদ্ধে তদন্ত শেষে মামলা নেয়া হবে। তাদের কে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।