পদ হারালেন নারায়ণগঞ্জের ১১ জনপ্রতিনিধি

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র, জেলা পরিষদের চেয়ারম্যান, ৫ উপজেলা চেয়ারম্যান ও ৪ পৌরসভার মেয়রকে অপসারণ করেছে অন্তর্র্বধসঢ়;তীকালীন সরকার। সোমবার স্থানীয় সরকার বিভাগ থেকে পৃথক পৃথক প্রজ্ঞাপনে ১১ জনপ্রতিনিধিদের অপসারণের কথা জানানো হয়।

স্থানীয় সরকার বিভাগের ১২টি সিটি করপোরেশনের মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। অন্য ১১টি সিটি করপোরেশনের মত সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিজয়ী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীও তার পদ হারিয়েছেন। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব এ এইচ এম কামরুজ্জামান। পদ হারিয়েছেন সরকার পতনের পর আত্মগোপনে যাওয়া নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। অপসারণকৃত জেলা পরিষদ চেয়ারম্যানের পরিবর্তে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক দায়িত্ব পালন করবেন। নারায়ণগঞ্জের পাঁচ উপজেলা চেয়ারম্যানকেও অপসারণ করা

হয়েছে। নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান, আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপন, সোনারগাঁ উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান কালাম, বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান মাকসুদ হোসেন ও সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাসকে অপসারণ করে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসক

পদে নিয়োগ দিয়েছে সরকার। নারায়ণগঞ্জের তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী, কাঞ্চন পৌরসভার মেয়র বিএনপি নেতা আবুল বাশার বাদশা, আড়াইহাজার পৌরসভার মেয়র সুন্দর আলী,গোপালদী পৌরসভার মেয়র এম এ হালিম শিকদারকে অপসারণ করা হয়েছে। এছাড়া সোনারগাঁও পৌরসভার প্রশাসক পদ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিমুক্ত করা হয়েছে। এসব পৌরসভায় কারা দায়িত্ব পালন করবেন সেই বিষয়ে কোন নির্দেশনা দেয়নি সরকার।

ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে শেখ হাসিনার পতনের পর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকেই প্রকাশ্যে দেখা গিয়েছে। কেউ কেউ এলাকায় থাকলেও তারা অফিস করেননি। অনেকেই আত্মগোপনে চলে গিয়েছেন।

add-content

আরও খবর

পঠিত