নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে নারায়ণগঞ্জে প্রচার উপ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ই জুন মঙ্গলবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তোফাজ্জল হোসেনের সভিাপতিত্বে জেলায় কর্মরত ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমকর্মীদের সাথে মতবিনিময় করেন তিনি।
এসময় তিনি জানান, নারায়ণগঞ্জ জেলায় দিনটি পালনে আমরা বিভিন্ন উদ্যোগ গ্রহন করেছি। তাই উদ্বোধনের মহতিক্ষণকে স্বরণীয় রাখতে সকলের স্বত:স্ফূর্ত উপস্থিতি ও সহযোগীতা কামনা করছি। সারাদেশের মতো নারায়ণগঞ্জ জেলায়ও আমরা আনন্দ ভাগাভাগি করে নিবো। এই আনন্দ উপভোগ করতে অংশ নিবে দিনমজুর থেকে শুরু করে সকলেই। আগামী ২৫ জুন জেলাভিত্তিক এ অনুষ্ঠানকে জমকালো করার জন্য নানা আয়োজনের কথা জানান তিনি। এজন্য স্খান নির্ধারণ করা হয়েছে নগরীর এ কে এম সামসুজ্জোহা ক্রিড়া কমপ্লেক্স। সভায় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শাফিউল আলম, র্নিবাহী ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং জেলায় কর্মরত সংবাদকর্মীরা।