পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠানে ম্যাকলিনের মিছিল নিয়ে যোগদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সংবাদ বিজ্ঞ‌প্তি ) : স্বাধীন বাংলাদেশের সবচেয়ে বড় অর্জন স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধন উপলক্ষে অয়ন ওসমানের নির্দেশনায় ছাএলীগ নেতা মেহেদী খন্দকার ম্যাকলিন এর নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে যোগদান। ২৫শে জুন শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত পদ্মা সেতুর শুভ উদ্ধোধন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তারা।

এদিকে, নির্ধারিত দিনক্ষণ ২৫ জুন শনিবার মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে সমাবেশস্থলে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রায় সাড়ে ৩ হাজার অতিথিকে মাওয়া প্রান্তে সুধী সমাবেশের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। সেতুর টোল প্লাজার কিছুটা আগে এক পাশে অস্থায়ী প্যান্ডেলে আয়োজন করা হয় সমাবেশের। এতে সভাপতিত্ব করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সমাবেশে ভাষণ শেষে স্মারক ডাক টিকিট, স্যুভেনির শিট, উদ্বোধন খাম, সিলমোহর ও ১০০ টাকার স্মারক নোট উদ্বোধন করেন তিনি। এরপর গাড়িবহর নিয়ে ১১টা ৫৫ মিনিটে টোল প্লাজায় টোল প্রদান করেন তিনি। ১১টা ৫০ মিনিটে মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ১১টা ৫৯ মিনিটে সেতুর ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুন্সীগঞ্জের মাওয়া প্রান্ত থেকে আনুষ্ঠানিকভাবে সেতুর উদ্বোধন করেন শেখ হাসিনা। পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমেই খুললো পদ্মা সেতুর দুয়ার।

add-content

আরও খবর

পঠিত