পদ্মা সেতুতে বাসের টোল ২৪০০, মোটরসাইকেলে ১০০ টাকা

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : পদ্মা সেতু দিয়ে পারাপারের জন্য অনুমোদিত যানবাহনের টোল নির্ধারণ করেছে সরকার। এতে সেতু পার হতে বড় বাসকে হাজার ৪০০ টাকা টোল দিতে হবে। আর থ্রিএক্সেল ট্রাকে লাগবে হাজার ৫০০ টাকা। এছাড়া ১০০ টাকা টোল পরিশোধ করে সেতু পার হতে পারবে মোটরসাইকেল। গত ১৭ই মে মঙ্গলবার  সেতু বিভাগের এক প্রজ্ঞাপনে টোল হার নির্ধারণ করা হয়।

সরকার নির্ধারিত টোল হার অনুযায়ী, পদ্মা সেতু পারাপারে মোটরসাইকেলে ১০০ টাকা, কার জিপে ৭৫০ টাকা, পিকআপে হাজার ২০০ টাকা, মাইক্রোবাসে এক হাজার ৩০০ টাকা টোল পরিশোধ করতে হবে। বাসের ক্ষেত্রে ছোট বাস (৩১ আসন) হাজার ৪০০ টাকা, মাঝারি বাস (৩২ আসন বা এর বেশি) হাজার টাকা, বড় বাস (থ্রিএক্সেল) প্রতি দুই হাজার ৪০০ টাকা টোল দিতে হবে।

এছাড়া ছোট ট্রাককে (পাঁচ টন পর্যন্ত) এক হাজার ৬০০ টাকা, মাঝারি ট্রাকে (পাঁচ টনের বেশি সর্বোচ্চ আট টন পর্যন্ত) হাজার ১০০ টাকা, মাঝারি ট্রাক (আট টনের বেশি সর্বোচ্চ ১১ টন) হাজার ৮০০ টাকা, ট্রাকে (থ্রিএক্সেল পর্যন্ত) হাজার ৫০০ টাকা, ট্রেইলার (ফোরএক্সেল পর্যন্ত) হাজার টাকা। আর ট্রেইলার (ফোরএক্সেলের অধিক) হাজারের সঙ্গে প্রতি এক্সেলের জন্য হাজার ৫০০ টাকা যুক্ত হবে।

add-content

আরও খবর

পঠিত