নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জের পঞ্চবটি থেকে মোগরাপাড়া রুটে দোতলা বাস (ডাবল ডেকার) সেবা চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)। পঞ্চবটি থেকে চাষাঢ়া হয়ে সাইনবোর্ড ঘুরে মোগরাপাড়া পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৬০ টাকা। তবে, সাইনবোর্ড থেকে মোগরাপাড়া যেতে চাইলে একজনকে গুনতে হবে ৪০ টাকা।
পঞ্চবটি থেকে মোগরাপাড়া রুটে যাত্রী চাহিদার কথা চিন্তা করে এই সেবা চালু করা হয়েছে বলে জানান বিআরটিসির নারায়ণগঞ্জ ডিপোর ব্যবস্থাপক (ম্যানেজার) মাসুদ তালুকদার।
গত ১৪ অক্টোবর ১২টি বাস নিয়ে এই সেবা চালু করা হয়েছে।
বিআরটিসির কর্মকর্তারা বলছেন, এই রুটে বিআরটিসি দোতলা বাসের প্রধান কাউন্টার থাকতে পঞ্চবটি মোড়ে। বাসটি চাষাঢ়া হয়ে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়ক (লিংক রোড) দিয়ে সাইনবোর্ড হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক দিয়ে মোগরাপাড়া পর্যন্ত প্রায় ৩১ কিলোমিটার সড়ক পথে ‘লোকাল সার্ভিস’ দিবে। শুরুর এই অবস্থায় কোথাও নির্ধারিত কাউন্টার করা হয়নি।
মাসুদ তালুকদার প্রেস নারায়ণগঞ্জকে বলেন, পঞ্চবটি থেকে মোগরাপাড়া রুটে কোনো বাস সার্ভিস না থাকায় যাত্রী সুবিধার কথা মাথায় রেখে আমরা উদ্যোগটি নিয়েছি। পঞ্চবটি-মোগরাপাড়া পর্যন্ত এখন আমরা ৬০ টাকা ভাড়া নির্ধারণ করেছি। তবে আগামীতে পর্যায়ক্রমে ভাড়া বাড়ানো হতে পারে।
তিনি আরও বলেন, প্রাথমিকভাবে আমরা সব জায়গায় কাউন্টার দিতে পারছি না, তাই লোকাল হিসেবেই বাসগুলো চলবে। তবে পঞ্চবটি থেকে চাষাঢ়া পর্যন্ত আমরা যাত্রী বহন করতে চাচ্ছি না। যদি চাহিদা বেশি থাকে তাহলে ১০ টাকা ভাড়ায় যাত্রী নেয়া হবে।