নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : পঞ্চগড় জেলা বিএনপির প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী উদ্বোধন করেছেন ওই জেলার দায়িত্বপ্রাপ্ত ও দলীয় চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার। ১০ই সেপ্টেম্বর রবিবার এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য, সাবেক স্পীকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার ।
প্রধান অতিথির বক্তব্যে ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার বলেন, পঞ্চগড়ের মাটি সবসময় বিএনপির ঘাটি হিসেবে পরিচিত । দেশনেত্রী নির্দেশিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচী আজ পুরো বাংলাদেশ ব্যাপী চলছে। এরই ধারাবাহীকতায় কেন্দ্র থেকে দায়িত্ব প্রাপ্ত চেয়ারপার্সনের উপদেষ্টা তৈমূর আলম খন্দকার আজ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন।
এ সময় তৈমূরের প্রশংসা করে ব্যারিষ্টার জমির বলেন, তৈমূর একজন রাজপথের পরীক্ষীত নেতা। বিগত আন্দোলন সংগ্রামে তৈমূর নারায়ণগঞ্জে সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলীয় সকল কর্মসূচীর সফলতা আদায় করেছেন।
অনুষ্ঠানে তৈমূর আলম বলেন, নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন এর মাধ্যমে পঞ্চগড় জেলা বিএনপিকে আরও শক্তিশালী করতে হবে। পরবর্তীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশিত সকল কর্মসূচী বিগত সময়ের মত রাজপথের সকল কর্মসূচী সফল করতে হবে এবং এই বিনা ভোটের আওয়ামী সরকারকে রাজপথের আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করতে হবে।
বাংলাদেশে শান্তি গনতন্ত্র ফিরিয়ে আনার জন্য বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রীর হওয়ার কোন বিকল্প নেই দাবি করে তিনি আরও বলেন, বর্তমানে দেশের এই অরাজকতা, বিশৃঙ্খলা, অত্যাচার নির্যাতন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে রাষ্ট্র ক্ষমতায়নের মাধ্যমে মুক্ত করা হবে ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় র্নিবাহী কমিটির সদস্য আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ, রীনা পারভীন রীনা, পঞ্চগড় জেলা বিএনপির ভারপাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, তেতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম শাহীন প্রমূখ।
অনুষ্ঠানে তৈমূর আলম খন্দকার এর হাত থেকে সদস্য ফরম পুরনের মাধ্যামে সদস্য নবায়ন করেন বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ব্যারিষ্টার জমির উদ্দিন সরকার ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিষ্টার নাওশাদ জমির ।