নারায়ণগঞ্জ বার্তা ২৪ (শহর সংবাদ দাতা) : নারায়নগঞ্জ সদর থানাধীন ১৫নং ওয়ার্ডের নয়ামাটি এলাকায় ফাষ্টফুড ব্যবসায়ীকে চাঁদার জন্য রড দিয়ে পিটিয়ে আহত করেছে উক্ত দোকান মালিকের আপন ভাই। গত ২৬শে ডিসেম্বর সকাল ৮ টায় নয়ামাটি করিম মার্কেটস্থ এলাকায় ফাষ্টফুড ব্যবসায়ী মো: রুহুল আমিন (৪০)কে ৫লক্ষ টাকা চাঁদার জন্য উক্ত দোকানের মালিক মো: সিরাজুল হক সরকার এর আপন বড় ভাই মো: নুরুল হক সরদার (৫৫), মাহমুদুল রহমান রুমি (৪৫) এবং মাঈন উদ্দিন মাহমুদ জাহাঙ্গীর (৪৫) সহ অজ্ঞাত আরো প্রায় ১০/১২ জন সন্ত্রাসী চাঁদাবাজের দল উক্ত চাঁদার টাকার জন্য লোহার রড দিয়ে মারধর করে।
এর আগে গত ২৪শে ডিসেম্বর উক্ত চাঁদাবাজরা এসে ফাষ্টফুড ব্যবসায়ী রুহুল আমিনের কাছে দৈনিক কত টাকা বিক্রি হয়, কত টাকা লাভ হয় এবং কত টাকা চালান খাটানো হয়েছে ব্যবসায়, এসব বিষয়ে আলোকপাত করেন। সে সময় কৌশলে বিবাদী চাঁদাবাজ নুরুল হক সরকার ৫লক্ষ টাকা দাবী করেন। কিন্তু সকল সময়ই ফাষ্টফুড ব্যবসায়ী রুহুল আমিন চাঁদা দিতে অস্বীকৃতি জানায়। এর জেরে গত ২৬শে ডিসেম্বর চাঁদার টাকার জন্য হামলা চালায় এবং দোকানের মালামাল নষ্ট করে এবং মূল্যবান কিছু জিনিসপত্র লুট করে নিয়ে য়ায়।
সেই দিন আহত রুহুল আমিন দোকান মালিক মোঃ সিরাজুল হক সরকারকে অবগত করেন এবং সন্ধ্যায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় উক্ত বিষয়ে মামলা দায়ের করতে গেলে থানা পুলিশ অজ্ঞাত কারনে মামলার বিষয়ে অভিযোগ পত্র নেননি। অতপর আহত ফাষ্টফুড ব্যবসায়ী রুহুল আমিন বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত ক অঞ্চল নারায়ণগঞ্জ এ একটি চাঁবাবাজীর অভিযোগে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে সি.আর মামলা নং-২৪৩/২০১৭ দায়ের করে এবং মামলাটি পুলিশের বিশেষ শাখা পি.বি.আই কে তদন্ত করার নির্দেশ প্রদান করেন আদালত।