নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বন্দরে সিএনজি শ্রমিক কমিটির নামে চাঁদাবাজির প্রতিবাদ করায় তিন শ্রমিকের উপর হামলা করা হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) রাতে যুবদল নেতা কাজী সোহাগের নেতৃত্বে এ হামলার অভিযোগ ওঠে। হামলায় আহত হয়েছেন সিএনজি চালক রানা, তারেক ও স্বপন।
ঘটনার প্রতিবাদে (২৮ অক্টোবর) সোমবার সকালে সিএনজি চালকরা নাসিক ২২নং ওয়ার্ডের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও বন্দর বাজারে প্রতিবাদ সভা করেন। এতে অংশ নেন শতশত সিএনজি চালকর।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সিএনজি চালকদের উপর হামলাকারী চাঁদাবাজ সোহাগ সহ তার বাহিনীর সদস্য আকাশ ও কিমন খানকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্য রাখেন, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পাপ্পু, যুগ্ম আহ্বায়ক রনি, সৈকত ও বন্দর থানা যুবদল নেতা হুমায়ন।
জানা গেছে, করোনাকালীন সময় থেকে বন্দর ১নং খেয়াঘাট সিএনজি স্ট্যান্ড থেকে মালিক ও শ্রমিক কমিটির চাঁদা আদায় করা বন্ধ থাকে। গত ৫ আগস্টে স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সিএনজি স্ট্যান্ড দখল নেয় কথিত যুবদল নেতা কাজী সোহাগ। দখল নেওয়ার পর থেকেই পুটপাত থেকে চাঁদা আদায় শুরু করেন। পরবর্তী সময়ে কাজী সোহাগ অবৈধভাবে সিএনজি শ্রমিক কমিটির সভাপতি ঘোষণা করে। এরপর থেকেই তিনি শ্রমিক কমিটির নামে চাঁদা তোলার চেষ্টা চালিয়ে যায়। গত রবিবার কমিটির নামে চাঁদাবাজি করতে গেলে প্রতিবাদ করে সিএনজি চালক রানা, তারেক ও স্বপন। এর জের ধরে সিএনজি স্ট্যান্ড থেকে ওই তিন চালককে ধরে এনে বেধড়ক মারধর করে কাজী সোহাগ, আকাশ ও কিমন খান সহ তার বাহিনীর সদস্যরা। এ ঘটনায় দুলাল বাদি হয়ে নামধারী যুবদল নেতা কাজী সোহাগ, শাহীন, রশিদ, আব্দুর রহমান ও রুবেলকে অভিযুক্ত করে ৫ জনের নাম উল্লেখ সহ আরো ১০ থেকে ১৫জনকে অজ্ঞাতনামা করে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়। এনিয়ে সিএনজি চালকরা উত্তোজিত হয়ে ঔদিন রাতেই চান মিয়ার মার্কেটে অবস্থিত চাঁদাবাজ সোহাগের অফিস ভাঙচুর চালায়। পরে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সিএনজি চালকদের উপর হামলার ঘটনায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বক্তরা বলেন, অবিলম্বে হামলাকারী সোহাগ, আকাশ ও কিমন খান সহ তাদের বাহিনীর সকল সদস্যদের দ্রুতত গ্রেফতার না করা হলে আগামীতে আরো কঠোর কর্মসূচি ঘোষণা দেন এবং বন্দর সিএনজি স্ট্যান্ডে কোন ধরণের রক্ষক্ষয়ী সংঘর্ষ হলে প্রশাসনকে দ্বায়ভার নিতে হবে বলে কঠোর হুশিয়ারি দেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন সিএনজি চালক আনোয়ার হোসেন মোল্লা, স্বপন, রানা, তারেক, আলমগীর, দীপু, সাগর, শামীম, মোক্তার, শাহ আলম, লিয়াকত সহ শতশত সাধারণ চালকরা।