নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি সেলিম ওসমান বরেছেন, এই সরকারের আমলে দেশের মাথাপিছু আয় দুই ডিজিট থেকে চার ডিজিটে গিয়ে পৌছেছে। আগামী মার্চের মধ্যে খানপুর হাসপাতালকে ৫ শ’ শয্যায় রুপান্তর করা হবে। তাছাড়াও শীঘ্রই নারায়ণগঞ্জে একটি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় নির্মান করা হবে।
শনিবার দুপুরে শহরের ওসমান আলী পৌর স্টেডিয়ামে ‘শেখ হাসিনার দর্শন বাংলাদেশের উন্নয়ন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জের উন্নয়নের বর্নণা দিতে গিয়ে তিনি বলেন, ৩নং শীতলক্ষ্যা সেতু নির্মাণ করা হচ্ছে। তাছাড়াও নবীগঞ্জ নারায়ণগঞ্জ পয়েন্টে সেতু নির্মান করা হবে। সেতু নির্মান না হওয়া পর্যন্ত সেখানে ফেরী চলাচল করবে। জানুয়ারী থেকেই সেই ফেরি চলাচল শুরু করার ঘোষণা দেন তিনি।
সেলিম ওসমান বলেন, ঢাকা নারায়ণগঞ্জ রুটে ট্রেন যোগাযোগের জন্য ডাবল লেনের কাজ চলছে। জনপ্রতিনিধিদের সম্মিলিত ভাবে উন্নয়নকাজে যুক্ত না হওয়ার ফলে উন্নয়নে ব্যাঘাত ঘটছে। জনপ্রতিনিধিদের বিভেদের কারণে প্রশাসন ঠিক ভাবে কাজ করতে পারছে না। যা হওয়ার হয়েছে, এখন প্রধানমন্ত্রীর ডাক শুনে ঐক্যবদ্ধভাবে কাজ করুন। তৈরী পোষাক খাতে দেশের সবচেয়ে বেশি রেমিটেন্স নারায়ণগঞ্জ থেকে আসে। আশপাশে মোস্তাক ও মিরজাফররা ঘুরছে। তাদের ষড়যন্ত্র থেকে আমাদের সচেতন থাকতে হবে।
আগামী নির্বাচনে নিজের মনোনয়ন নিয়ে সেলিম ওসমান বলেন, আমাদের ভুলে গেলে চলবে না আমরা ২ বছর কিংবা ৫ বছরের জন্য ক্ষমতায় আসি। অনেকের দেখি মাথা ব্যাথা, নৌকা না লাঙ্গল। মাথা ব্যাথা রাখেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশনা দিবেন ৫ আসনে নৌকা না লাঙ্গল।
রাজনীতিবিদদের প্রতি হুশিয়ারী উচ্চারন করে তিনি বলেন, ভাই, বোন, বন্ধু, চাচা যেই হোন না কেন উন্নয়নের রাজনীতি করতে এসে আপনাদের বিরোধের কারণে উন্নয়ন ব্যহত হলে আর চুপ থাকব না। স্কুলের বাচ্চারা মুক্তিযোদ্ধের ইতিহাস না জেনে যদি কেবল ঝগড়া দেখে বড় হয় তবে তা লজ্জাজনক হবে। আমরা নারায়ণগঞ্জ থেকে সব হারিয়েছি। আমরা কেবল ঝগড়া করেছি আর নিজের পায়ে নিজে কুড়াল মেরেছি।