নেদায়ে ইসলাম পরিবার গ্রুপের উদ্যোগে দাখিল পরীক্ষার্থীকে সম্মাননা প্রদান

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নেদায়ে ইসলাম পরিবার ফেইজবুক গ্রুপের উদ্যোগে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ওয়াসিয়া কামিল মাদরাসা ও নেদায়ে ইসলাম মহিলা মাদরাসা থেকে ২০১৮ সালে দাখিল পরীক্ষায় কৃতকার্য শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

বুধবার সকালে নেদায়ে ইসলাম মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা শহীদ উল্লাহর সভাপতিত্বে ৫৭জন ছাত্রীকে সম্মাননা ক্রেষ্ট ও দুপুরে ফরাজীকান্দি ওয়াসিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আতাউল করীম মুজাহিদ এর সভাপতিত্বে ৪৭জন ছাত্রকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

এ সময় বক্তব্য রাখেন- মাওলানা আহমদ উল্লাহ, মাওলানা আরিফ চৌধুরী, আশিষ কুমার ঘোষ, মো. তারেক, রেজাউল করীম, রাসেদুজ্জামান, জিয়াউদ্দিন, আছাব উদ্দিন, নেদায়ে ইসলাম পরিবার ফেইজবুক গ্রুপের এডমিন মো. আবদুল খালেক ও মাহমুদ হাসান। সভা পরিচালনা করেন- ফাহিমা আক্তার।

নেদায়ে ইসলাম পরিবার ফেইজবুক গ্রুপ সাধারণ মানুষের কাছে নেদায়ে ইসলামের বই বিতরণ, আমাদের সিলসিলার সারা বাংলাদেশে যত প্রতিষ্ঠান আছে তাদের কাছে আমাদের পূর্বের ভাবমুর্তি ফিরিয়ে আনা, অনাথ এতিম এবং অসহায় মানুষের পাশে দাড়ানো, নেদায়ে ইসলামের সাবেক সকল ছাত্র-ছাত্রীদের সাথে সংযুক্ত এবং নেদায়ে ইসলামকে সামনে এগিয়ে নেয়া, প্রত্যেক বছর সফল ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া, আর্থিক সমস্যার কারণে কোন ছাত্র-ছাত্রী পড়াশোনা বন্ধ করে দিলে তাদের পাশে দাড়ানো, ব্লাড ডুনেশন, নিজ ইচ্ছা রক্ত দান করা, আর্থিক সমস্যার কারণে কেউ যদি আমাদের সিলসিলার বই কিনতে সমস্যা হয় তার কাছে আমাদের বইগুলো পৌছে দেয়া, নতুন প্রজন্ম থেকে আশিক শিল্পী খোঁজা, ছাত্র-ছাত্রীদের মেধা বিকাশের জন্য নেদায়ে ইসলাম ভিত্তিক কুইজ প্রতিযোগিতা, হামদ-নাত গণমাধ্যমে সুস্থ ও সৃহনশীল চিন্তার প্রসার করা হবে, মিডিয়াতে নেদায়ে ইসলামের প্রচার, বৃক্ষ রোপন করা।

add-content

আরও খবর

পঠিত