নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : নারায়ণগঞ্জ-৫ আসনের প্রয়াত সাংসদ একেএম নাসিম ওসমানের সহধর্মিণী পারভীন ওসমান নির্বাচনী প্রচারণার জন্য আগামী ১৭ সেপ্টেম্বর সোমবার দুপুর ৩টায় নারায়ণগঞ্জ ক্লাবে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করবেন।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে প্রার্থী হিসেবে অংশ গ্রহণের বিষয়ে এক সাক্ষাতকালে পারভীন ওসমান বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ নির্দেশ আমি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হবো। আমি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থীতা করার বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করার পর মানুষ দলে দলে এটাকে স্বাগত জানিয়েছে। আমার তৃণমূল কর্মীরা অনেকে জেনে গেছেন আমি নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী। বিষয়টি নেতাকর্মীরা সকলেই জানেন । নির্বাচনটি নিয়ে এতে নেতাকর্মীরা উচ্ছ্বসিত। আর নির্বাচনকে ঘিরে বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীবৃন্দ, ছাত্র সমাজ এবং বিভিন্নস্তরের মানুষের মধ্যে থেকে ফুলেল অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পাচ্ছি।
নির্বাচনী প্রচারণার বিষয়ে তিনি আরও বলেন, আগামী ১৭ সেপ্টেম্বর সোমবার দুপুর ৩টায় নারায়ণগঞ্জ ক্লাবে নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করবো। তার পর কর্ম পরিকল্পনা অনুযায়ী কাজ সেট করবো। সেই অনুসারে বন্দর ও সদরে জাতীয় পার্টির প্রচারণা নিয়ে কাজ করার জন্য নামবো। নির্বাচনী প্রচারণায় আমি প্রতিদিনই বের হবো।
উল্লেখ্য, প্রয়াত সাংসদ এ কে এম নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসন থেকে লাঙল প্রতীকে ৪ বারের নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ২০১৪ সালের ৩০ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান নাসিম ওসমান। পরবর্তীতে নারায়ণগঞ্জ-৫ আসনের উপ নির্বাচনে লাঙল প্রতীকে নির্বাচিত হন তাঁরই ভাই এ কে এম সেলিম ওসমান। এদিকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসন থেকে লাঙল প্রতীকে মনোনয়ন প্রত্যাশী নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান।