নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রির্পোটার ) : বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং তারেক রহমানের কারা মুক্তি দিবস উপলক্ষে কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের নেতৃত্বে র্যালির আয়োজন করা হয়। ৬ই সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টায় আড়াই হাজার থানার সাধারণ সম্পাদক হাবিবর রহমান হাবুর সভাপতিত্বে র্যালি রুপগঞ্জ থানার পূর্বচল সিটি এলাকায় অনুষ্ঠিত হয়েছে।
এসময় নজরুল ইসলাম আজাদ বলেন, আড়াই হাজারে পুলিশ, র্যাব, দাঙ্গা পুলিশ মোতায়েন করে বাজে পরিস্থিতি তৈরি করা হয়েছে। এসব উচিত নয়। গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র প্রকাশ করে দেশের রাজনৈতিক প্রক্রিয়া অব্যাহত রাখা উচিত। এ ব্যাপারে সরকারের যে নগ্ন হস্তক্ষেপ আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমাদের নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে গিয়ে হামলা চালানো হচ্ছে। কারো বাড়িঘর ভাংচুর করা হচ্ছে। অনেকে গ্রেফতার হয়েছেন। নেতাকর্মীদের বাড়িতে গিয়ে তাদের মায়ের উপর হামলা চালাচ্ছে যুবলীগ, ছাত্রলীগ সাথে আছে পুলিশ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মনিরুল ইসলাম সজল, জেলা মহিলা নেত্রী শামছুন নাহার, জেলা বিএনপির আব্দুর রহমান আবদু, মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন মন্টি, সেচ্ছাসেবকদল নেতা এস.এম সায়েম, মহানগর যুবদল নেতা জাকির হোসেন, মহানগর ছাত্রদল নেতা সাহেদ আহম্মেদ, মোতালেব হোসেন, জহিরুল ইসলাম, সালাউদ্দিন, নাজমুল হোসেন, শ্রমিকদল নেতা অলক ইসলাম, সুজন মিয়া, মোঃ রাজীব হোসেন সহ অন্যান্যরা।