নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নগর প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের স্ত্রী রুমা আক্তারকে (৪০) গ্রেফতার করেছে দুর্নীতিদমন কমিশন (দুদক)। ১ লা আগস্ট সোমবার সকাল ৭টায় সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার বাস থেকে তাকে গ্রেফতার করা হয়।
দুর্নীতি দমন কমিশনের (দুদকের) উপ-পরিচালক ও অনুসন্ধান কর্মকর্তা মোঃ জুলফিকার আলী জানান, সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেন ও তার পরিবারের নামে-বেনামে প্রায় ৮ কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক। গত বছরের ১৩ ডিসেম্বর গাজীপুরের কাশিমপুর কারাগার-২ এর জেল সুপারের মাধ্যমে ১ কোটি ৭৮ লাখ টাকার সম্পদের হিসাব দেখান। ঐ সম্পদ বিবরণীতে তার স্ত্রী রুমা হোসেনকেও একটি বাড়িসহ বেশ কিছু সম্পদের মালিক দেখানো হয়। তাই রুমা হোসেনের নামে উল্লেখ করা সম্পদগুলো সঠিক কিনা তা জানতে গত ২২ ফেব্রুয়ারি জিজ্ঞাসাবাদের জন্য প্রথম নোটিশ পাঠানো হয়। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে রাজধানীর রমনা থানায় নূর হোসেন ও তার স্ত্রী রুমা আক্তারের বিরুদ্ধে মামলা করে দুদক। ঐ মামলার প্রেক্ষিতেই রুমা আক্তারকে গ্রেফতার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি সরাফতউল্লাহ জানান, দুদকের প্রধান কার্যালয়ের একটি টিম সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকায় নূর হোসেনের বাসা থেকে তার স্ত্রীকে গ্রেফতার করে দুদক।