নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ) : পরিবেশ দূষনের জন্য নীট কনসার্ন গার্মেন্টসের মালিকের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ করেছে এলাকাবাসী। সিদ্ধিরগঞ্জ থানাধীন সিটি কর্পোরেশনের ১০নং ওয়ার্ডের পাঠানটুলী এলাকায় এই শিল্প প্রতিষ্ঠানটির মালিক আশেপাশের ঘড়-বাড়ি ও জমি জোর পূর্বক দখলের চেষ্টায় লিপ্ত রয়েছে। এছাড়াও অনেক জমির মালিককে ভয়ভীতি দেখিয়ে রাস্তাঘাট বন্ধ করে দিয়ে কম মূল্যে জমি বিক্রি করতে বাধ্য করছে বলে অভিযোগ সূত্রে জানা যায়। গত ৬ ই এপ্রিল বৃহস্পতিবার জেলা ম্যাজিষ্ট্রেট বরাবর পরিবেশ দূষণসহ সকল অনিয়মের বিরুদ্ধে প্রতিকার চেয়ে ৫৪ জনের স্বাক্ষরিত একটি লিখিত আবেদনে অভিযোগ করে এলাকাবাসী।
অভিযোগে প্রকাশ, পাঠানটুলীতে অবস্থিত নীট কনসার্ন গার্মেন্টস এর জেনারেটরের পাইপ ও সাব ব্রয়লার মানুষের চলাচলের রাস্তার সম্মুখে স্থাপন করা হয়েছে। উক্ত ব্রয়লারের বিস্ফোরন ঘটে ব্যাপক ক্ষতির আশংকা করছে এলাকাবাসী। তাছাড়া জেনারেটরের বিকট জোরালো শব্দ ও নির্গত দূষিত ধোয়ার কারণে এলাকায় বসবাস করা দুর্বিষহ হয়ে পড়েছে। এতে করে এইচ.এস.সি পরিক্ষার্থী ছেলে মেয়েদের লেখাপড়া ও কোমলবতী শিশু, বয়স্ক মানুষ সহ সকলের রাতের ঘুমে দারুনভবে ব্যাঘাত ঘটছে। এছাড়া মাটির গভীরে বড় পাইপ বসিয়ে পানি উত্তোলন করে ডাইং সেকশন এর পানির চাহিদা পূরণ করছে গার্মেন্টসে।
এভাবে পানি উত্তোলনের ফলে এলাকায় ভূমিধসের সম্ভাবনা রয়েছে বলে অভিজ্ঞ মহল মনে করছে। তাছাড়া ডাইং ও রাসায়নিক পানি সরাসরি এলাকার ভিতর দিয়ে প্রভাবিত হয়ে খালে ছাড়লে ভীষণ দূর্গন্ধ ছড়িয়ে পড়ছে। উক্ত দূর্গন্ধযুক্ত পানির কারণে অনেকেই বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। সেই সাথে শীতলক্ষ্যা নদীর পানিকেও চরমভাবে দূষণ করছে। ফ্যাক্টরীর দূষিত ধোয়ায় আশেপাশের গাছপালা বিনষ্ট হচ্ছে।
এ ব্যাপারে নীট কনসার্ন গার্মেন্টস এর মালিক জয়নাল আবেদীন মোল্লার সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার তার মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।