নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোটর্স রিপোর্টার ) : এ যাত্রায় টিকে গেল রেইনবো এ্যাথলেটিক ক্লাব। জেলার ক্রিকেটের পুরানো ক্লাবের পরিচিতি পাওয়া দলটি এ মওশুমে কোন রকমে দল নামিয়ে খেলেছে প্রিমিয়ারে। লীগে নিজেদের প্রথম ম্যাচে সামসুজ্জোহা স্মৃতি একাদশকে হারিয়ে চমক দেখালেও পরের ম্যাচ গুলিতে হেরে রেলিগেশন প্লে-অফে খেলতে বাধ্য হয়। লীগে সামসুজ্জোহা স্মৃতি একাদশ ফাইনালে খেলছে। অন্যদিকে শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাবও প্রায় ১০ বছরের বেশি সময়ে প্রিমিয়ারে খেলে আগামী মওশুমে খেলবে প্রথম বিভাগে। তারা শোচনীয়ভাবে হেরেছে রেইনবোর কাছে। নীট কনসার্ণ গ্রুপ প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০১৫-১৬ এর রেলিগেশন প্লে-অফ ম্যাচে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার যুদ্ধে নামে দু’দল। সকালে টস জিতে শীতলক্ষ্যার অধিনায়ক জয় সরকার ব্যাট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু নিজ দলের ব্যাটসম্যানদের দায়িত্বজ্ঞানহীন ব্যাটিং দলকে ভরাডুবির প্রান্তে নিয়ে যায়। নিয়মিত অনশীলন করা শীতলক্ষ্যার ব্যাটসম্যানদের খেলা দেখে মনে হয়েছে তারা অভিভাবকহীন।
বিপরীতে খেলা ছেড়ে দেওয়াদের নিয়ে ভাঙ্গাচুড়া দল রেইনবো দেখিয়েছে চমক। এর পুরোটাই দলের কোচ এনামুল খোকার ক্যারিশমা। প্রিমিয়ারে খেলার মত দল না হয়েও এ মওশুমে টিকে যাওয়াকে অনেকটা ভাগ্য বলেই মানতে হবে। শীতলক্ষ্যার চারজন ব্যাটসম্যান দু’অঙ্কের ঘরে যেতে পেরেছেন। সর্বোচ্চ ১৮ রান আসে শরীফুল্লাহ্র ব্যাট থেকে। জিতু ১৪ এবং ওপেনার জয় সরকার করেন ১৩ রান। রেইনবোর বা’হাতি স্পিনার রাপ্পি এ ম্যাচেও চিনিয়েছেন নিজেকে। ২৩ রানে তিনি পেয়েছেন ৪ উইকেট। জাকারিয়া পান ২ উইকেট। মাত্র ৮৯ রানে শীতলক্ষ্যার সব ব্যাটসম্যান সাজঘরে। ৫০ ওভারের ম্যাচে গড়ে ২ রান করেও তুলতে পারেনি দলটি। সহজ লক্ষ্য। রেইনবোর কোচ দলের দুই বোলারকে দিয়ে ইনিংসের সূচনা করেন। তিসির ও আদিব ইনিংসের গোড়াপত্তন করতে গিয়ে তিসির ১৬ রান করলেও আদিব আউট হন ২ রানে। টার্গেট বড় না হলেও দু’দুটো ক্যাচ ফেলেছে শীতলক্ষ্যার ফিল্ডাররা। অভিজ্ঞ মাসুদ মিয়া আউট হন ২৫ রানে। জাকারিয়া ২৬ এবং সাগর ১৩ রানে অপরাজিত থেকে দলকে বিজয়ের মালা পড়িয়ে মাঠ ছাড়েন।
স্কোর : শীতলক্ষ্যা ক্রিকেট ক্লাবঃ৮৯/১০(৩৯.৪ওভার)শরীফুল্লাহ্-১৮,জিতু-১৪,জয় সরকার-১৩,ইমরান-১৩। অতিরিক্ত-৯।
রেইনবো এ্যাথলেটিক ক্লাবঃ ৯২/৩(২৫.২ওভার)জাকারিয়া-২৬*মাসুদ-২৫,তিসির-১৬,সাগর-১৩। অতিরিক্ত-৯। সালমান-১/১১,শরীফুল্লাহ্-১/১৯,আসিফ-১/১৬।
আজকের খেলা (ফাইনাল) ঃ নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী ও সামসুজ্জোহা স্মৃতি একাদশ।
ফতুল্লা খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম (বেলা : ১১:৩০)।