নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : শিরোপায় চোখ রেখেছে নীট কনসার্ণ গ্রুপ ক্রিকেট একাডেমী। ৭ ম্যাচে পূর্ণ পয়েন্ট। শেষ ম্যাচে জয়-পরাজয়ে শিরোপা প্রাপ্তি। লীগে তাদের খেলা বাকি একটি। বর্তমান চ্যাম্পিয়ন নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমীর বিপক্ষে। ২৬শে জানুয়ারি মঙ্গলবার সকালে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে তারা ৯ উইকেটে হারিয়েছে আলীগঞ্জ ক্লাবকে। সকালে টস জিতে আলীগঞ্জ ক্লাবের অধিনায়ক ফয়সাল ইমরান ব্যাট করার সিদ্ধান্ত নেন। কিন্তু তাদের ৪ ব্যাটসম্যান ফিরেন শূণ্য রানে। ১০ নম্বরে নেমে পেসার জাহাঙ্গীর আলম ১০ বলে ২ ছক্কা ও ১ বাউন্ডারিতে সর্বোচ্চ ১৮ রান করেন। ওপেনার সজিব খান ২ বাউন্ডারিতে ফিরেন ১৬ রানে। উইকেট কিপার আমানুল্লাহ আউট হন ১৩ রানে। অতিরিক্ত থেকে পাওয়া ৯ রানের যোগফলে স্কোর দাঁড়ায় ৭৮। তারা খেলেছে ৩১.১ ওভার।
নীট কনসার্ণ এর ৩ স্পিনার নাজমুল ইসলাম অপু, ফয়সাল সরকার রায়হান ও আল আমিন হাসান আলীগঞ্জের ব্যাটসম্যানদের ক্রিজে বেশিক্ষণ থাকতে দেননি। নাজমুল অপু ১৪ রানে ৩টি, ফয়সাল ১৬ রানে ২টি এবং আল আমিন হাসান ২২ রানে পান ২টি করে উইকেট। লাঞ্চের আগেই নেমে পড়ে নীট কনসার্ণ। ৯.৩ বলে (৫৭ বল) ৮১ রান তুলে বিজয়ের হাসি নিয়ে মাঠ ছাড়ে তারা। ওপেন করতে নামেন রনি তালুকদার ও সাব্বির রহমান। সাব্বির রহমান ২ ছয় ও ১ চারে ৫ বলে ১৬ রানে ফিরলেও রনি অপরাজিত থাকেন ৪৮ রানে। মেরেছেন ৮ বাউন্ডারি ও ২ ছক্কা। নিয়মিত উইকেট কিপার মানিক আহত থাকায় কিপিংএ সফল আশফাক জিতু ১৯ বলে ৩ বাউন্ডারিতে অপরাজিত থাকেন ১৫ রানে। আলীগঞ্জের জাহাঙ্গীর ৩৬ রানে পান ১ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
আলীগঞ্জ ক্লাব : ৭৮/১০ (৩১.১ ওভার) জাহাঙ্গীর আলম-১৮, সজিব খান-১৬, আমানুল্লাহ-১৩। অতিরিক্ত-৯। নাজমুল অপু-৩/১৪, ফয়সাল সরকার-২/১৬, আল আমিন হাসান-২/২২।
নীট কনসার্ণ গ্রুপ ক্রিকেট একাডেমী : ৮১/১ (৯.৩ ওভার) রনি তালুকদার-৪৮, সাব্বির রহমান-১৬, আশফাক জিতু-১৫। অতিরিক্ত-২। জাহাঙ্গীর আলম-১/৩৬।
আজ ২৭শে জানুয়ারি বুধবার সকাল ৯ টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট গ্রাউন্ড এ নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী ও নারায়ণগঞ্জ রাইফেল ক্লাব এর খেলা অনুষ্ঠিত হবে।