নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্পোর্টস রিপোর্টার ) : ৬ ম্যাচে ৬ জয়। হিসেব শতকরা। শিরোপ প্রত্যাশী নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী সহজেই হারালো সামসুজ্জোহা স্মৃতি একাদশকে। জয়ের ব্যবধান ১০৮ রান। ২১শে জানুয়ারি বৃহস্পতিবার সকালে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হোসাইন গ্রুপ বঙ্গবন্ধু প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগ ২০২০-২১ এর ২৬ নং ম্যাচ। টস জিতে সামসুজ্জোহা স্মৃতির অধিনায়ক পারভেজ ব্যাট করতে পাঠায় নীট কনসার্ণকে।
তৈয়বুর পারভেজ করেন হাফ সেঞ্চুরি। ৮২ বলে ৭ বাউন্ডারিতে তিনি করেন ৫১ রান। রনি তালুকদার ৪৬ রানে ফিরেছেন ৪৬ বল খেলে। চার মেরেছেন ৮টি ও ১টি ছক্কা। ওপেনার আরিফ ৫৬ বলে ৬ চার ও ১ ছক্কায় আউট হন ৪৫ রানে। মাহমুদুল হাসান পিয়াস ৪০ রানে থাকেন অপরাজিত। ৩১ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কা হাকিয়েছেন। আশফাক জিতু ৩২ বলে ৩ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৪ এবং অধিনায়ক মোহাম্মদ শরীফ ৩৩ বলে ২ চার ও ১ ছক্কায় আউট হন ২৩ রানে। অতিরিক্ত থেকে যোগ হয় ২৯ রান। সামসুজ্জোহার স্পিনার শাওন ভুইয়া ৩৬ রানে ৫ উইকেট। নীট কনসার্ণ ৫০ ওভারে ৮ উইকেটে তোলে ২৮০ রান। ২৮১ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে গিয়ে সামসুজ্জোহা তাদের ইনিংসের প্রথম বলেই উইকেট হারায়। ইকবাল বাবু ২৫ বলে ২৬ রান করেন ৪ বাউন্ডারিতে। হাবিবুর মারুফ ৬৫ বলে ১০ বাউন্ডারিতে ফিরেন ৫৮ রানে। অধিনায়ক ও উইকেট কিপার পারভেজ আহমেদ মাঠে নেমে কিছুক্ষণ দর্শকদের আনন্দ দিয়েছেন। ৩৬ বলে ৬ ছক্কা ও ৩ বাউন্ডারিতে করেন ৫৪ রান। নীট কনসার্ণের স্পিনার নাজমুল ইসলাম অপু ও ফয়সাল সরকার সামসুজ্জোহার ব্যাটসম্যানদের রান করার সুযোগ দেননি। অপু ১৩ রানে ৪টি এবং ফয়সাল ৩৩ রানে পান ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর :
নীট কনসার্ণ ক্রিকেট একাডেমী : ২৮০/৮ (৫০ ওভার) তৈয়বুর পারবেজ-৫১, রনি তালুকদার-৪৬, আরিফ-৪৫, পিয়াস-৪০, আশপাক জিতু-৩৪, মোহাম্মদ শরীফ-২৩। অতিরিক্ত-২৯। শাওন ভুইয়া-৫/৩৬।
সামসুজ্জোহা স্মৃতি একাদশ : ৭২/১০ (৩২.১ ওভার) হাবিবুর মারুফ-৫৮, পারভেজ-৫৪, ইকবাল বাবু-২৬। অতিরিক্ত-১৬। নাজমুল অপু-৪/১৩, ফয়সাল-২/৩৩। আম্পায়ার : মাহবুব হোসেন বিজন ও রেহানুজ্জামান সুমন। স্কোরার : নাসির ও ডালিম (অল লাইন)।
আগামী ২৪ জানুয়ারি রবিবার সকাল ৯টায় সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্সের ক্রিকেট মাঠে নারায়ণগঞ্জ ক্রিকেট একাডেমী ও রেইনবো এ্যাথলেটিক ক্লাব এর খেলা অনুষ্ঠিত হবে।