নিয়াজুলের খোয়া যাওয়া পিস্তল উদ্ধার

নারায়ণগঞ্জ বার্তা ২৪ : হকার ইস্যুতে সংঘর্ষের সময় নিয়াজুলের খোয়া যাওয়া পিস্তলটি পরিত্যাক্ত অবস্থায় ১০ রাইন্ড গুলিসহ উদ্ধার করেছে পুলিশ বঙ্গবন্ধু সড়কের সাধু পৌলের গির্জার সামনে একটি ফুলের টবে পলিথিনে মোড়ানো অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাতে ওই পিস্তলটি উদ্ধার করা হয় সদর মডেল থানার ইন্সপেক্টর (অপারেশন) জয়নাল আবেদিন তথ্য নিশ্চিত করেছেন

বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, টহল পুলিশ ফুলের টবে পলিথিনে মোড়ানো অবস্থায় অস্ত্রটি উদ্ধার করে। পরে থানায় এনে নিয়াজুলের অস্ত্র লুটের জিডি পর্যবেক্ষন করে পরীক্ষার পর নিশ্চিত হওয়া যায় সেটা নিয়াজুলের পিস্তল। নিয়াজুলকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে

প্রসঙ্গত, হকার ইস্যুকে কেন্দ্র করে গত ১৬ জানুয়ারি (মঙ্গলবার) নগরীরতে আইভী এবং হকার ও শামীম সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এসময় তাঁর কাছে থাকে অস্ত্রটি খুঁজে পাওয়া যাচ্ছিল না পরদিন অস্ত্রের মালিক নিয়াজুল ইসলাম তার ছোট ভাই রিপন খানের মাধ্যমে সদর মডেল থানায় ১৭ জনের নাম উল্লেখ করে অস্ত্র লুটের ঘটনায় অভিযোগ দেন। পুলিশ সেটাকে জিডি হিসেবে গ্রহণ করে

add-content

আরও খবর

পঠিত