নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : সড়ক দুর্ঘটনায় নিহত শ্রমিক নয়ন (৩৫) এর পরিবারকে আর্থিক অনুদান দিয়ে সহযোগীতা করেছেন প্রয়াত এমপি বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমান পুত্র আজমেরী ওসমান। ১১ই মার্চ বৃহস্পতিবার মুন্সিগঞ্জ জেলা লৌহজং থানাস্থ বাড়িতে গিয়ে নিহত শ্রমিক নয়নের স্ত্রীর কাছে ওই আর্থিক সহায়তা তুলে দিয়েছেন আল-আমিন। নয়ন সিদ্ধিরগঞ্জ থানাধীণ বরফকল এলাকার প্রাইম জিন্স কালচার লি. কারখানায় কাজ করতো।
জানা গেছে, নয়নের মৃত্যুর পর পরিবারটি অসহায় হয়ে যাওয়ার খবরটি জানানো হলে আজমেরী ওসমান তাদের পাশে দাড়িয়ে সহযোগীতার হাত বাড়িয়ে দেন। এরআগে গত ৪ঠা মার্চ নগরীর খানপুর বরফকল এলাকায় নয়নের কর্মরত প্রতিষ্ঠান প্রাইম জিন্স কালচার লি. কারখানার সামনেই এক সড়ক দুঘটনায় নিহত হন।
উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নাসিম ওসমান দুস্থ ও জনকল্যাণ ফাউন্ডেশন এর চেয়ারম্যান প্রয়াত সাংসদ বীর মুক্তিযোদ্ধা নাসিম ওসমানের স্ত্রী পারভীন ওসমান এবং প্রধান উপদেষ্টা আজমেরী ওসমান। ইতমধ্যেই আজমেরী ওসমান বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, এতিমখানা সহ বিভিন্নভাবে সাধারণ মানুষের পাশে দাড়িয়ে ব্যাপক সুনাম অর্জন করেছেন। এরই ধারাবাহিকতায় শ্রমিক নয়নের পরিবারকে ভবিষ্যতেও কোন প্রয়োজনে জানালে পাশে থাকবেন বলে আশ্বস্ত করেছেন আজমেরী ওসমান।