নারায়ণগঞ্জ বার্তা ২৪: নারায়ণগঞ্জের জামতলা থেকে এক হাজার পিস ইয়াবাসহ লাকী (৩০) নামে এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছেন জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা।
শনিবার ১৭ ফেব্রুয়ারি দিনগত রাতে শহরের জামতলা মেলা ফুড ভিলেজের সামনে থেকে তাকে আটক করা হয়।
লাকী পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত মাদক বিক্রেতা দেলু ওরফে মাস্টার দেলুর স্ত্রী। তিনি নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকার বাসিন্দা।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার উপ-পরিদর্শক (এসআই) মনিরুজ্জামান জানান, শনিবার রাতে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ লাকীকে আটক করা হয়েছে। তিনি নিহত মাদক বিক্রেতা মাস্টার দেলুর স্ত্রী।