নিলুফা ভিলার দুই নারী জঙ্গির আত্মসমর্পণ

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্টার ) : নরসিংদীর মাধবদীতে পুলিশের ডাকে সাড়া দিয়ে জঙ্গি আস্তানার দুই নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে। ১৭ অক্টোবর বুধবার দুপুর পৌনে ৩ টার দিকে তারা আত্মসমর্পণ করেছে বলে সাংবাদিকদের জানান সিটিটিসির প্রধান মো: মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার)।

এর আগে ঐ আস্তানায় অবস্থানরত জঙ্গিদের আত্মসমর্পণের আহবান জানিয়ে মাইকিং করা করা হয়। পুলিশের পক্ষ থেকে জঙ্গিদের আত্মসমর্পণ করার জন্য ৪/৫ ঘন্টা চেষ্টা করা হয়। আত্মসমর্পণ করা দুই নারী জঙ্গি তাদের নাম ইশরাত জাহান ওরফে মৌসুমী ওরফে মৌ (২৪) ও খাদিজা পারভীন ওরফে মেঘলা (২৫) বলে জানিয়েছে। তাদের পরিচয়ের সত্যতা যাচাই করা হচ্ছে। দুই নারীকে আইনশৃঙ্খলা বাহিনীর ঘেরাওয়ের মধ্যে পুলিশের একটি বিশেষায়িত অ্যাম্বুলেন্সে তোলা হয়। সে সময় তাদের মাথায় হেলমেট পরানো ছিল।

জঙ্গি আস্তানা সন্দেহে মাধবদী পৌর এলাকার ছোট গদাইরচর (গাংপার) মহল্লার আফজাল হোসেনের মালিকানাধীন সাত তলা নিলুফা ভিলাটি  ১৬ অক্টোবর মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে ঘিরে রাখে পুলিশ। ঐ এলাকায় সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করেছিল প্রশাসন।

এই অভিযানের আগে অর্থাৎ ১৬ অক্টোবর নরসিংদীর শেখেরচরের ভগিরথপুর এলাকায় জঙ্গি আস্তানায় অপারেশন -গর্ডিয়ান নট- পরিচালনা করে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি), সোয়াট ও পুলিশ। এতে দুই জঙ্গি নিহত হয়।

add-content

আরও খবর

পঠিত