নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( রূপগঞ্জ প্রতিনিধি ) : নারায়ণগঞ্জের রূপগঞ্জে গত ১৪ জুলাই কাঞ্চন পৌর এলাকার সাইজদ্দিনের নির্মাণাধীন দুইতলা ভবনে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছিলো সুমন মিয়া (২৫)। এ সময় সাইজদ্দিন ও তার ছেলে শান্ত মিয়া সুমন মিয়াকে জোরপূর্বক ভবনের ছাদে ডাল কাটার জন্য উঠায়। পরে হাই ভোল্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে সুমন মিয়া ছিটকে পড়ে যায়।
পরে স্থানীয়রা সুমন মিয়াকে ঢাকা ন্যাশনাল ইন্সটিটিউট অব বার্ণ এন্ড প্লাষ্টিক সার্জারী হাসপাতালে ভর্তি করেন। সুমন মিয়ার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আইসিউতে স্থানান্তর করেন। ২১ই জুলাই সুমনের মৃত্যু হয়।
নিহত সুমন মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামের তোরাব আলীর ছেলে। সে কাঞ্চন পৌরসভার শাহ আলমের বাড়ির ভাড়াটিয়া। মৃত্যুর ঘটনার ৫ মাস পর শাহ আলম বাদী হয়ে সাইজদ্দিন মিয়া ও শান্ত মিয়াকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ১২ দিন পেরিয়ে গেলেও পুলিশ মামলা রুজু করছেনা বলে অভিযোগ করেন শাহ আলম।
শাহ আলম আরও জানায়, তার বাড়ির ভাড়াটিয়া মো. সুমন মিয়াকে সাইজদ্দিন ও তার ছেলে শান্ত মিয়া জোড় পূর্বক বিদ্যুতের তারে জড়ানো ডাল কাঁটার উদ্দেশ্যে মৃত্যুর দিকে ঠেলে দেয়। আমি তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ মিজানুর রহমান বলেন, অভিযোগের তদন্ত চলছে । তদন্ত কাজ সম্পন্ন করার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।