নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নির্বাচনী আচরণ বিধি লংঘনের অভিযোগে শোকজের জবাব দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগের প্রার্থী একেএম শামীম ওসমান। রবিবার (৩রা ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় ২য় যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন অনুসন্ধান কমিটির কর্মকর্তা কাজী ইয়াসিন হাবীব এর কাছে নিজে উপস্থিত থেকে শোকজের জবাব দেন।
পরে তিনি সাংবাদিকদের বলেন, বিএনপি- জামাতের নাশকতার প্রতিবাদে আওয়ামী লীগের নেতাকর্মীরা শান্তি মিছিল করেছে। এতে অনেক সময় মিছিলে প্রতীকেরও নাম চলে আসে। এর প্রেক্ষিতে আমাকে নির্বাচন কমিশন চিঠি দিতে পারে না। তবুও আমি খুশি হয়েছি, কারণ নির্বাচন কমিশন স্বাধীন। অনেকের মুখে চুন কালি দিয়ে তারা সুষ্ঠ নির্বাচন করতে যাচ্ছে।
জাতিসংঘের মহাসচিবের কথা প্রসঙ্গে শামীম ওসমান বলেন, তারা আগে গাজা, ইউক্রেন -রাশিয়ায় শান্তি প্রতিষ্ঠা করুক। আমাদের দেশে রোহিঙ্গাদের নাগরিকত্ব ফিরিয়ে দেউক।
এর আগে, গতকাল ২ ডিসেম্বর বিকেলে নারায়ণগঞ্জ ৪ আসনের আওয়ামী লীগের প্রার্থী শামীম ওসমান এর পক্ষে নৌকা প্রতীক নিয়ে তল্লা এলাকায় মিছিল করেন যুবলীগ নেতা জানে আলম বিপ্লব। এ নিয়ে শামীম ওসমান কে শোকজ করা হয়।