নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, সরকার নির্বাচন কমিশনকে ব্যবহার করে ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সিটি কর্পোরেশন নির্বাচন পর্যন্ত প্রতিটি নির্বাচনে ভোট ডাকাতি, কেন্দ্র দখল, জাল ভোট প্রদান, ভোট গণনায় কারচুপি এমন কি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে সরকারি দলের প্রার্থীকে জিতিয়ে দেয়ার এক ঘৃণ্য নজির সৃষ্টি করেছে। ফলে এই নির্বাচন কমিশনের প্রতি জনগণের আর কোন আস্থা-বিশ্বাস ভরসা নেই। সাংবিধানিক প্রতিষ্ঠান হিসাবে নির্দলীয় নিরপেক্ষ না থেকে নির্বাচন কমিশন এখন সরকারের অনুগত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। আর তাই জনগণের আস্থাহীন ও সরকারের অনুগত বর্তমান নির্বাচন কমিশন পুনর্গঠন করতে হবে।
আবু হাসান টিপু বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, শুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা প্রবর্তনসহ টাকার খেলা ও পেশীশক্তি নির্ভর বিদ্যমান গোটা নির্বাচনী ব্যবস্থার আমূল সংস্কার করতে হবে। আর জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জননেতা কমরেড মাহমুদ হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী কর্মী সভাতে তিনি এসব কথা বলেন।
৮ সেপ্টম্বর শনিবার সকালে বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মী সভাতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমজীবী নারী মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশিদা বেগম, বাংলাদেশ বিপ্লবী শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি শ্রমিকনেতা শহিদুল আলম নাননু, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা আহবায়ক হাবিবুর রহমান আঙ্গুর, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির সদস্য আইয়ুব হোসেন, মোক্তার হোসেন, খোকন রাজ প্রমূখ।