নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিনী মিসেস সালমা ওসমান লিপি বলেছেন, আপনারা ভোট দিয়ে যাকে নির্বাচিত করবেন সেই ব্যক্তি অতীত কর্মকান্ড যাচাই বাছাই করে দেখবেন। নির্বাচনে মার্কাটাই বড় কথা নয়। আপনাদের দেখতে হবে মার্কাটা হাতে নিয়ে কে দাড়িয়ে আছে। আপনার ভোটে যিনি বিজয়ী হবেন তার মাধ্যমে আপনার এলাকার উন্নয়ন হবে আর এলাকার উন্নয়ন হলে দেশে পরিবর্তন আসে। কাজ করতে গেলে অনেক প্রতিবন্ধকতা আছে। সেগুলো পেরিয়ে কাজ করতে হয়। সেই সক্ষমতাও থাকতে হয়। কিন্তু সেলিম ভাইয়া আপনাদের চাওয়ার আগেই আপনার সমস্যা গুলো সমাধান করে দিয়েছেন। নারীদের স্বাবলম্বী করতে ৫০০ জন নারীকে ১টি করে সেলাই মেশিন আর নগদ ৫ হাজার করে টাকা দিয়েছেন। স্কুল কলেজের উন্নয়নে যে অবদান রেখেছেন তা বলে শেষ করা যাবে না। উনিই একমাত্র ব্যক্তি নিজের পকেটের টাকা খরচ করে ৭টি ইউনিয়নে ৭টি স্কুল নির্মাণ করেছেন যার মধ্যে, বঙ্গবন্ধু, শেখ রাসেল ও শেখ জামাল এর নামে ৩টি স্কুল এবং মগ্যার্ণ স্কুলে বঙ্গমাতা শেখ ফজিলেতুননেচ্ছা মুজিব ভবন ও নারায়ণগঞ্জ কলেজে শেখ কামাল ভবন নির্মাণ করেছেন।
১লা ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টায় চাষাঢ়া হীরা মহলে এমপি সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান শহরের বিভিন্ন এলাকার প্রায় ৫ শতাধিক নারীর সাথে মত বিনিময় কালে তিনি সকলের প্রতি এ আহবান রাখেন। উক্ত মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান।
তিনি আরো বলেন, আপনারা উনার গত সাড়ে ৪ বছরের কাজ গুলো বিবেচনা করবেন। আমাদের বিরুদ্ধে অনেক মিথ্যাচার, বিভ্রান্তি মূলক অভিযোগ করা হয়। কাজ করতে গেলে এগুলো আসবেই। জনগনের সেবা কর্মে উনাদের সাথে কুলিয়ে উঠতে না পেরে এমন বিভ্রান্তি ও মিথ্যা অভিযোগ তুলে আমাদের পরিবারকে ধাবিয়ে রাখতে চেষ্টা করে। অনেক বার এমন বহু প্রতিকূল পরিস্থিতির মোকাবেলা করে আপনাদের সহযোগীতা ও ভালবাসায় সেখান থেকে আমরা উত্তরন করেছি। ভবিষ্যতেও এমন অনেক বিভ্রান্তি ছড়ানো হবে। এখানে আপনারা আপনাদের বিবেক বোধকে কাজে লাগিয়ে নিজ জ্ঞানে সত্য না মিথ্যা সেটা চিন্তা করে সিদ্ধান্ত নিবেন। সেলিম ভাইয়ার মত এমপি যদি আগামীতে এই এলাকায় না থাকে তাহলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ হবে এই এলাকার সাধারণ জনগন। মানুষটি বিগত সময়ে আপনাদের পাশে ছিলেন। এখন আপনাদের প্রয়োজন উনার পাশে থাকার।
মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন ছিলেন, মুক্তিযোদ্ধা ও নারী নেত্রী ফরিদা আক্তার, প্রফেসর শিরীন বেগম, জেলা মহিলা পার্টির সভাপতি আঞ্জুমান আরা ভুইয়া, নারী নেত্রী রোকসানা খবির, আঞ্জুমান আরা আকসির, মহানগর যুবমহিলা লীগের সভানেত্রী অ্যাডভোটেক সুইটি ইয়াসমিন সহ অন্যান্য নারী নেত্রীবৃন্দরা।