নারায়ণগঞ্জ বার্তা ২৪ : বাসচাপায় বিইউপি শিক্ষার্থী আবরার আহাম্মেদ নিহতের ঘটনায় দ্বিতীয় দিনে এবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে শিক্ষার্থীরা। এর ফলে সড়কের দুই পাশের যানচলাচল বন্ধ হয়ে যায়। নিরাপদ সড়কের দাবিতে সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুপুর থেকে শিমরাইলস্থ চিটাগাংরোড ও ডাচবাংলা ব্যাংক ইউটার্ন মোড় এলাকায় অবস্থান নেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
স্বাভাবিকভাবে বাঁচতে দিতে না পারলে অন্তত স্বাভাবিকভাবে মৃত্যুর সুযোগটুকু দিন, সড়ক দুর্ঘটনায় মৃত্যু আর নয়, নিরাপদ সড়ক চাই-লিখিত ব্যানার ও জাতীয় পতাকা হাতে নিয়ে এবং মাথায় বেঁধে এ সড়কে চলাচলারত সব যানবাহন থামিয়ে যান ও চালকদের ড্রাইভিং লাইসেন্স চেক করে শিক্ষার্থীরা।
এসময় স্থানীয় সরকারী আদমজীনগর এম. ডব্লিউ. কলেজ ও সানাড়পার রওশনারা কলেজের প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী সড়কে অবস্থান নেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার ওসি মীর শাহীন শাহ্ পারভেজ ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে শিক্ষার্থীরা সড়ক ছাড়তে শুরু করে। প্রায় একঘন্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপদ সড়ক চাই দাবির সঙ্গে আমরাও একমত। যৌক্তিক মনে আমরাও তাদের আন্দোলনের সঙ্গে আছি। তবে আন্দোলনে বিশৃঙ্খলা কোন মতে কাম্য নয়।
এর আগে মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণিতে বসুন্ধরা আবাসিক এলাকার গেইটের সামনে বাসচাপায় নিহত হন বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালের (বিইউপি) শিক্ষার্থী আবরার আহাম্মেদ চৌধুরী। এরপর প্রতিবাদ জানাতে রাস্তায় নামে শিক্ষার্থীরা।