নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি.এম আরাফাত বলেছেন, বিএনপি ও জামাত ক্ষমতাকালীণ আওয়ামী লীগের নেতাকর্মীরা অনেক হামলা ও মামলার স্বীকার হয়েছিলেন। জঙ্গীবাদ সৃষ্টিকারীরা আমাদের নেত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করেছিলো। তার প্রতিবাদে নারায়ণগঞ্জ ছাত্রলীগ ও আওয়ামীলীগ আন্দোলন ও মিছিল করেছিলো। তাই আমাদেরকে দিনের পর দিন মাসের পর মাস ঘর ছাড়া থাকতে হয়েছিলো। নেতাকর্মীরা অনেক নির্যাতন নিপিড়িত ও বঞ্চিত হয়েছে। সময়ের পেক্ষাপটে আমরা নারায়ণগঞ্জ-৫আসনে অন্য প্রার্থী মেনে নিয়েছিলাম। কিন্তু আমরা আর নিপিড়িত হতে চাইনা, নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকা চাই।
শনিবার (২২ সেপ্টেম্বর) বিকেলে নগরীর দুই নং রেলগেট এলাকায় নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকা প্রতীকিরে প্রার্থীর দাবিতে সমাবেশে ওই কথা বলেন তিনি। এরআগে জি.এম আরাফাতের নেতৃত্বে একটি মিছিল নিয়ে শহরে প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে শোডাউন করা হয়। পরে মিছিলটি আওয়ামী লীগের কার্যলয় থেকে শুরু হয়ে চাষাড়া ঘুরে আবারও দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে আরাফাত আরও বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। একসময় যারা ছাত্রলীগ সহ দলে নেতৃত্ব দিয়েছে এখন তারা জনপ্রতিনিধি হয়ে মানুষের সেবা দিচ্ছে। দীর্ঘ ১০ বছরে আওয়ামী লীগের নেতাকর্মীরা এখানে বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত, লাঞ্ছিত হয়েছে। আজ নৌকার দাবিতে নেতাকর্মীরা এ গণমিছিলে নিজের টাকা খরচ করে নদী পার হয়ে, রিক্সা দিয়ে, ভ্যানে, গাড়িতে করে একত্রিত হয়েছে। নৌকার দাবিতে আজ নেতাকর্মীরা এ আসনে আওয়ামীলীগের দুঃসময়ে ঐক্যবদ্ধ হয়েছে। এখানে নৌকা অনেকেই চাইতে পারে। কে পাবে আর কে পাবে না এটা বড় বিষয় না। বড় বিষয় হলো, এই আসনে আমরা আর অন্য কোনো দলের এমপি চাই না। যাকেই মনোনয়ন দেয়া হোক সে যেন নৌকার প্রার্থী হয়, এটাই আমাদের দাবি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, আক্তারুজ্জামান আক্তার, মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, আলী হাসান সজিব, নাসিকের সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান মনির, জেলা যুবলীগ নেতা আরিফুল হক ফাহিম, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।