নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মানববন্ধন করবে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি। সোমবার (২১ অক্টোবর) বিকাল চারটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হবে। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক জাহিদুল হক দীপু এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সিন্ডিকেট ভেঙ্গে দেয়া ও তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা এবং সবজি, ডিম, মাছ-মাংসসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে নারায়ণগঞ্জ নাগরিক কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হবে ২১ অক্টোবর সোমবার বিকাল চারটায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে।