নিজ হাতে রান্না করে সাকিব-শিশিরের জন্য খাবার পাঠালেন প্রধানমন্ত্রী

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( ডেস্ক রিপোর্ট ) : নিজ হাতে রান্না করে সাকিব আল হাসানের বাসায় খাবার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে নিজেদের ফেসবুক পেইজে পোস্ট করেছেন সাকিব দম্পতি। দেশের ক্রিকেটে সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। অন্যদিকে, প্রশাসনিকভাবে দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুই জনের মধ্যে যোগাযোগটাও নিবিড় এবং ধীরে ধীরে তা পারিবারিক পর্যায়ে উন্নীত হয়েছে। তবে সাকিব আল হাসানের প্রতি প্রধানমন্ত্রীর মায়া-মমতা ও ভালোবাসার মাত্রাটা যেন একটু বেশিই।

নিজের শত ব্যস্ততা ফেলে ২৬ জানুয়ারি রবিবার  সকালে খাবার রান্না করে সাকিবের বাসায় পাঠিয়েছেন প্রধানমন্ত্রী। ২৫শে জানুয়ারি শনিবার প্রধানমন্ত্রীর বাসায় সস্ত্রীক গিয়েছিলেন সাকিব। সেখানে সাকিবের জীবনসঙ্গী উম্মে শিশিরের কাছে প্রধানমন্ত্রী জানতে চেয়েছিলেন, তাঁর প্রিয় খাবার কী। শিশিরের কাছ থেকে জানার পর প্রধানমন্ত্রী বলেন, নিজ হাতে খাবার রান্না করে পাঠিয়ে দেবেন কাল, এ কথার বলার পর রবিবার সাকিবের বাসায় খাবার পাঠিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেইজে খাবার ও প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ঘটনাটি জানিয়েছেন সাকিব দম্পতি।সাকিব তাঁর ফেসবুক পেইজে প্রধানমন্ত্রীর পাঠানো খাবারের ছবি এবং প্রধানমন্ত্রীর সঙ্গে স্ত্রী এবং মেয়ের ছবি তুলে ফেসবুকে পোস্ট করে লিখেছেন, এ পৃথিবীতে আমি সবচেয়ে ভাগ্যবান মানুষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্যে আমি ভাষাহীন, তাঁর হাতের সুস্বাদু খাবার খেলাম, যা তিনি সকালে নিজ হাতে রান্না করে আমার স্ত্রীর জন্য বাসায় পাঠিয়েছেন। শনিবার তাঁর বাসায় যাওয়ার পর সে (শিশির) নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিল। ধন্যবাদ দিয়ে শেষ করতে পারব না। এই স্মৃতি আমার হৃদয়ে সারা জীবন অমলিন থাকবে। আমরা সত্যিই আশীর্বাদ পুষ্ট !

সাকিব পত্নী শিশির তাঁর ফেসবুক পেইজে একই ছবি পোস্ট করে লিখেছেন, এর চেয়ে বেশি ধন্য হতে পারতাম না। মাননীয় প্রধানমন্ত্রী যখন ব্যস্ততার মাঝেও সময় বের করে আমার জন্য রান্না করে খাবার পাঠান, এর চেয়ে তৃপ্তিকর উপায়ে খাওয়ার কথা চিন্তাও করা যায় না। কাল তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে জানতে চেয়েছিলেন, আমার পছন্দের খাবার কী কী। তিনি বলেছিলেনম নিজ হাতে খাবার রান্না করে পাঠিয়ে দেবেন ! আমি এখন সত্যি সত্যিই আনন্দে দিশেহারা। আমার জীবনে সেরা মধ্যাহ্নভোজ। এত ভালোবাসা ও আদরের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারব না।

add-content

আরও খবর

পঠিত