নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( বন্দর সংবাদদাতা ) : বন্দর থানা অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির উদ্যোগে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলা ও ৫০ জন মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২২ মার্চ) বাদ জুম্মা বন্দরের মদনপুরে ব্যাপক বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিভিন্ন মসজিদ থেকে শতশত মুসল্লীগন মহাসড়কের পাশে দাঁড়িয়ে এ মানববন্ধনে অংশ নেন এবং মুসলিম নিধনের প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়েন। পরে তারা নিহত শহীদদের আতœার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর হাফেজ মাওলানা আক্তারুজ্জামান সাদেকীর সভাপতিত্বে মানববন্ধনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বন্দর থানা ওলামা পরিষদের সভাপতি মুফতি কবির হোসাইন, মাওলানা সাইফুল ইসলাম, মুফতি সিরাজুল ইসলাম, মাওলানা মনির হোসেন, মাওলানা আশরাফউদ্দিন, হাফেজ কবির হোসেন, মাওলানা মাজহারুল ইসলাম, মাওলানা আবদুল্লাহ আল মারুফ বারাকাতি, মাওলানা দেলোয়ার হোসেন আনোয়ারী,মাওলানা আবুল কালাম, মাওলানা আবু সাইদ, মাওলানা দানিয়াল, মাওলানা ইব্রাহিম, মৌলভী আবুল হোসেন, মাওলানা দীল মোহাম্মদ, মাওলানা মনির হোসেন চাঁদপুরী প্রমুখ।