নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : অবশেষে নিস্তব্দে-নিরবে না ফেরার দেশে চলে গেলেন নারায়ণগঞ্জ বন্দরের হাক ডাকওয়ালা সেই নেতা নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ও বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মো. আবুল জাহের (৬৫)।( ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার রাত পৌনে ২টায় রাজধানীর ধানমন্ডিস্থ আনোয়ার খান মডার্ণ হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৫ মেয়ে ও ছেলেসহ অগণিত গুণগ্রাহী রেখে গেছেন। আজ ১৫ আগস্ট শনিবার দুপুর ২ টায় নাসিম ওসমান মেমোরিয়াল স্কুলে জানাযা অনুষ্ঠিত হবে এবং জানাযা শেষে বন্দর হাফেজী কবরস্থানে তাকে দাফন করা হবে।
জীবদ্দশায় আবুল জাহের নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক ছাড়াও জেলা পরিষদের নির্বাচিত সদস্য, বিএম ইউনিয়ন স্কুল এন্ড কলেজের গভর্নি বডির সভাপতি, নাসিম ওসমান মডেল একাডেমির ম্যানেজিং কমিটির সভাপতি এবং সিকদার আব্দুল মালেক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন। জাদরেল এই রাজনীতিবিদের আকস্মিক মৃত্যুতে তার নিজ মহল্লা বন্দর শাহী মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাছাড়া আবুল জাহের সম্প্রতি কোভিট-১৯ করোনা ভাইরাস ও নিউমোনিয়া সহ শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে প্রায় ২০ দিন যাবত ওই হসপিটালে চিকিৎসাধীন ছিলেন।
এদিকে তার মৃত্যুতে নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান, জেলা যুবলীগ নেতা খান মাসুদ সহ বিভিন্ন রাজনৈতিক সহকর্মী ও বিভিন্ন সংগঠন এর নেতা-কর্মীরা গভীর শোক প্রকাশ করে রুহের মাগফেরাত কামনা করেছেন।