নারায়ণগঞ্জ বার্তা ২৪ : নব গঠিত নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে আগামী ২৬ জুলাই শুক্রবার প্রাক্তন ছাত্রদের পুনর্মিলনী ও গজল নাইট অনুষ্ঠিত হতে যাচ্ছে। মোগল-এ আজম রেস্টুরেন্টে (কালিরবাজার গ্রীন্ডলেজ ব্যাঙ্কের মোড়ে আইসিবি ব্যাংকের ৩য় তলায়) আয়োজন অনুষ্ঠান শুরু হবে বিকাল ৬টায়।
শতবর্ষী নারায়ণগঞ্জ হাই স্কুলের সাবেক শিক্ষার্থীদের আগামী ২২ জুলাই রাত ৯টার মধ্যে মোগল-এ আজম রেস্টুরেন্টে রেজিস্ট্রেশনের জন্য অনুরোধ জানিয়েছে উৎসব কমিটি। রেজিষ্ট্রেশন ফি- ৩০০ টাকা।
উল্লেখ্য, গত বছর জানুয়ারিতে ১৯৯২ ব্যাচের শিক্ষার্থীরা নারায়ণগঞ্জ হাই স্কুল আমার অস্তিত্বের অহংকার ফেসবুক গ্রুপের মাধ্যমে বড় ভাই, ছোট ভাই, বন্ধুদের নিয়ে একটি প্ল্যাটফর্ম দাঁড় করানোর চেষ্টা শুরু করে। ধীরে ধীরে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা সম্পৃক্ত হয়ে অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের চেষ্টা করে। পরবর্তীতে বিভিন্ন সময় বিদ্যালয়ে চার বার সাধারণ সভার মাধ্যমে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর বিদ্যালয়ের অডিটরিয়ামে সাধারণ সভায় নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত চুড়ান্ত হয় এবং সভায় উপস্থিত সাবেক শিক্ষার্থীরা নাম অনুমোদন করে। সর্বশেষ গত ১২ জুন ডা. শাহনেওয়াজ চৌধুরীর আহবানে পলি ক্লিনিকে অ্যালামনাই অ্যাসোসিয়েশন নিয়ে বৈঠক হয়।