নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব প্রতিবেদক ) : নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি বাবু চন্দন শীল বলেছেন, নারায়ণগঞ্জ হাই স্কুলের এসএসসি ৮৪ ব্যাচের সংগঠন ফ্রেন্ডস্ ৮৪ একটি মহতি উদ্যোগ গ্রহন করেছে। তাদের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই। শততম ব্যাচের এ সংগঠনের কর্মকান্ডে অন্যান্য ব্যাচের সংগঠন গুলো উৎসাহিত হবে। ঈদ উপহার সামগ্রী পেয়ে স্কুলের কর্মচারী অনেক খুশী। স্কুলের কর্মচারীদের সাথে ফ্রেন্ডস্ ৮৪ ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছে। মহতি কাজে ফ্রেন্ডস্ ৮৪ কে এগিয়ে আসায় স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জানান তিনি। নারায়ণগঞ্জ হাই স্কুলের এসএসসি ৮৪ ব্যাচের সংগঠন ফ্রেন্ডস্ ৮৪ হাই স্কুলের কর্মচারীদের ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
৭ জুলাই বৃহস্পতিবার দুপুরে স্কুল প্রাঙ্গণে ৪ র্থ শ্রেণির কর্মচারীদের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ প্রদান কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি বাবু চন্দন শীল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মাহামুদুল হাসান।
ফ্রেন্ডস্ ৮৪ এর সভাপতি মোফাজ্জল হোসেন মিন্টু অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। উপদেষ্টা লুৎফর রহমান, সহ সভাপতি খায়রুল কবির আদিল, যুগ্ন সম্পাদক হেদায়েতুল ইসলাম লিওন, ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ নিলু, সৈয়দ মনির, আনিসসহ স্কুলের অন্যান্য শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
স্কুলের ২০ জন কর্মচারীকে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রীর মধ্যে পোলাউর চাউল, চিকন সেমাই, লাচ্চা সেমাই, ঘি, ময়দা, দুধ, তেল ও চিনি প্রদান করা হয়। তার পাশাপাশি প্রতি জনকে নগদ ৫০০ টাকা করে প্রদান করা হয়।