নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( প্রেস বিজ্ঞপ্তি ) : আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে মুফতি মাসুম বিল্লাহর নাম ঘোষণা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ মো. ফয়জুল করিম। ৫ই ডিসেম্বর রবিবার বেলা ১২ টায় এই নাম ঘোষণা করেন। পাশাপাশি ১৩টি ওয়ার্ডের কাউন্সিলর নাম ঘোষণা করা হয়। রবিবার বেলা ৪ টায় নারায়ণগঞ্জ শহরে মেয়র প্রার্থী মুফতি মাসুম বিল্লাহর পক্ষে নগরবাসীর সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সেক্রেটারি সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাওলানা শামসুল আলম, সংখ্যালঘু সম্পাদক মিজানুর রহমান।
এদিকে, ১৬ই জানুয়ারি সিটি নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিভিন্ন প্রস্তুতি সম্পন্ন করেছে। হাতপাখার পক্ষে সাধারণ জনগণের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। যদি নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয় তাহলে হাতপাখা প্রার্থী বিজয়ী হবে, ইনশা আল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার নীতি ও আদর্শের উপর অটল অবিচল থেকে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থাকবে, ইনশা আল্লাহ্।