না.গঞ্জ শহরে কুকুর আতংক, আহত-৫

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( স্টাফ রিপোর্টার ) : নারায়ণগঞ্জ শহরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় অতিষ্ট জনজীবন। দিন কিংবা রাত সব সময়ই সড়ক বা বাড়ির সামনে দেখা মিলে এসব কুকুরের। সকল স্থানেই রয়েছে কুকুরের অবাধ বিচরণ ও দল বেধে মহড়া। এমতাবস্থায় শহর জুড়ে বিরাজ করছে কুকর আতংক। এদিকে শহরের আল্লামা ইকবাল রোডে ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের উপর হামলা চালায় এক দল বেওয়ারিশ কুকুর। যাদের কামড় ও আচড়ে আহত হয় প্রায় পাঁচ জন। এরা সকলেই বিভিন্ন উপজেলা থেকে আগত।

এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা কবিতা জানান, আমার সন্তান ১ম শ্রেণিতে পড়ে। আমার বাসা থেকে স্কুলে যেতে প্রায় ১ কিলোমিটার হাঁটতে হয়। সকালে বেশির ভাগ সময় রিকশা না পেয়ে হেঁটে স্কুলে রওনা হতে হয়। এসময় পথিমধ্যে কয়েক জায়গায় কুকুর অবস্থান করে। যেসব কুকরগুলো বাচ্চাদের দেখলেই কামড় দিতে এগিয়ে আসে। এসময় আমি বাচ্চাকে নিয়ে বিভিন্ন জায়গায় ছোটাছুটি করতে থাকি।

ষাটোর্ধ্ব বয়সের আবুল জানান, আমি দীর্ঘদিন যাবৎ অসুস্থ্য। এজন্য আমাকে প্রতিদিন সকাল বিকাল দুই ঘণ্টা করে হাঁটতে হয়। ইদানিং শহরে কুকুরের উপদ্রব এত বেড়ে গেছে আমরা বয়স্করা শহরে হাঁটাহাঁটি করতে ভয় পাই।

উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি করপোরেশেন কর্তৃক জলাতঙ্ক রোগ প্রতিরোধের জন্য জনাকীর্ণ জায়গাগুলোতে কুকুরের দেহে (রেবিস) বা (জলাতঙ্ক) প্রজনন নিষ্ক্রিয় করণে অভিযান হলেও আদালতের নিষেধাজ্ঞায় কুকুর নিধন প্রকিয়া বন্ধ রয়েছে। তবে এতে করে হয়রানী ও ক্ষতিগ্রস্থ থেকে রক্ষা পাচ্ছে না সাধারণ মানুষ।

add-content

আরও খবর

পঠিত