না.গঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন

নারায়ণগঞ্জ বার্তা ২৪ ( নিজস্ব সংবাদ দাতা ) : প্রথমবারের মত সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক গ্রুপ নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন এর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ১৭ অক্টোবর বুধবার দুপুর ৩ টা থেকে রাত ৯ টা পর্যন্ত নিতাইগঞ্জ শ্রী শ্রী বলদেব জিউর আখড়া পূজা মন্ডপ সংলগ্ন এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় গ্রুপ ক্যাম্পেইন কর্মসূচি আয়োজনটির কার্যক্রমে প্রায় ১৩০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয়েছে।

এ কর্মসূচিটি নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ এর এডমিন প্যানেলের নিজস্ব তহবিলের সাহায্যে পরিচালিত হয় এবং এতে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল নিউ সেবা মেডিকেল সার্ভিসেস, তল্লা সাধারণ পাঠাগার, ডিজনী পয়েন্ট এবং ডিজিটাল টেকনোলজি। কর্মসূচির উদ্বোধন করে শ্রী শ্রী বলদেব জিউর আখড়া ও শিব মন্দিরের সভাপতি জয় কে রায় চৌধুরি বাপ্পি।

নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপের এডমিন প্যানেলের সদস্য রাকিব হোসেন বলেন, নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপ একটি অরাজনৈতিক এবং স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ২০১৭ সালে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি জরুরী প্রয়োজনে রক্ত দাতা সংগ্রহ, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বাস্থ্য পরামর্শ দান, দুর্যোগকালীন সময়ে ত্রাণ সহায়তা দান, রক্তদানে জনসচেতনতা তৈরি, দরিদ্র ও দু:স্থদের আর্থিক সহায়তা প্রদান ইত্যাদি কার্যক্রম পরিচালনা করে থাকে।

এ কার্যক্রম সম্পর্কে এডমিন প্যানেলের সদস্য নজরুল ইসলাম ইমরান বলেন, সামনের দিনগুলোতে এ ধরনের ক্যাম্পেইন আমাদের নিয়মিত ভাবে করার পরিকল্পনা রয়েছে। পরবর্তি ক্যাম্পেইনটি তল্লা সাধারণ পাঠাগার প্রাঙ্গণে আগামী ২৬ শে অক্টোবর শুক্রবার দিন ব্যাপি অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। নারায়ণগঞ্জ ব্লাড ডোনেশন গ্রুপের সংগঠনটি ফেইসবুকের মাধ্যমে সক্রিয়ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়াও উপস্থিত ছিলেন, বাবু সংকর সাহা ও প্রদীপ সেন। আগমন অতিথিগণ এমন সেবামূলক কাজের ভূয়সী প্রশংসা করেন।

add-content

আরও খবর

পঠিত